Contractors Association Meeting: নিজস্ব দাবী দাওয়ার ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা ঠিকাদার সমিতির 13 তম সাধারন সভা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বকেয়া প্রাপ্য টাকা ফিরে পাওয়া সেইসঙ্গে সংগঠনের বেশ কিছু সমস্যা সমাধান এবং দাবিদাওয়ার ভিত্তিতে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ সাধারণ বার্ষিক সভা।এদিন রবীন্দ্র নিলয়ে এই সভায় উপস্থিত ছিলেন ঠিকাদার সমিতির কর্মকর্তা সহ সদস্যরা। সামনের মে মাসে স্টেট লেভেলের আলোচনা সভাতে অংশ নিচ্ছে তারা।আশায় রয়েছে কিছু সমাধান বেরিয়ে আসবে।

বকেয়া টাকা ফেরতের দাবি সেইসঙ্গে সংগঠনের বেশ কিছু দাবি-দাবার ভিত্তিতে অনুষ্ঠিত হলো মেদিনীপুরের ঠিকাদার সমিতির ত্রয়োদশ সাধারণ সভা।এদিন শহরের রবীন্দ্র নিলয়ে এই সভা অনুষ্ঠিত হয়।যে সভায় উপস্থিত ছিলেন ফেডারেশন অফ কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশন (FOKA)র জেনারেল সেক্রেটারি আশীষ কুমার ধর, মেদিনীপুরের ঠিকাদার সমিতির সভাপতি সতীশ রাজ বালি, চেয়ারম্যান তাপস মান্না, যুগ্ম সম্পাদক বাণীব্রত সিনহা ও দেবাশীষ মিত্র।এছাড়াও ছিলেন নয়ন চক্রবর্তি,কেস্ট মালাকার, আজিজুল হক সহ বিশিষ্ট জনেরা।এরই পাশাপাশি উপস্থিত হয়েছিলেন এই সমিতির প্রায় শতাধিক ঠিকাদাররা।এদিন তারা নিজস্ব বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন গঠন হয় নতুন কমিটি।প্রসঙ্গত উল্লেখ্য,বেশ কয়েকদিন আগে এই ঠিকাদাররা মঞ্চ করে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন।

তাদের দাবি ছিল গত ২০২১ সাল থেকে রাজ্য সরকার থেকে তাদের বকেয়া ৪০০ কোটি টাকা পাচ্ছেন না।পাশাপাশি তারা এও অভিযোগ করেছিলেন ২০১৮ এর পর থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানোর দাবি করলেও তা মেটেনি সরকারের পক্ষ থেকে।এছাড়াও সেই মঞ্চ থেকে তারা অভিযোগ করেছিলেন অবিলম্বে ২০২১ বিধানসভা ভোটে সিআরপিএফ ক্যাম্পের বকেয়া পেমেন্ট, ১০০ দিনের কাজের মাল সরবরাহের বকেয়া,পথশ্রী-৩ এর বকেয়া পেমেন্ট সহ ‘যশ’ ঝড়ের বকেয়া পেমেন্টের দাবি দাওয়া। এরই পাশাপাশি তারা দাবি করেছিলেন এই সমিতির ২১৮ সালে পুরনো দরপত্র,বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত ও সেচ দপ্তর ও সমস্ত সরকারি দপ্তরে সিডিউল অফ রেটস বৃদ্ধির।

এই নিয়ে এদিন সমিতির কর্মকর্তারা বলেন,”আমাদের এই সভা মূলত বকেয়ার টাকা কিভাবে পাওয়া যাবে তার জন্যই আলোচনা করা,সেই সঙ্গে নতুন কমিটি গঠন। পাশাপাশি আমরা এখন কি অবস্থায় রয়েছি তার পর্যালোচনা এবং আগামী দিনে সেই বকেয়া টাকা ফিরিয়ে আনার পন্থা খুঁজতেই এই সাধারণ সভার আয়োজন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in