
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আগের রাজ্যপাল অনেক চেষ্টা করেছিলেন রাজ্যের উন্নয়ন করতে এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কাজ করতে কিন্তু বর্তমান রাজ্যপাল এখনকার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে উল্লসিত,তিনি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন অ আ ক খ শিখতে।এবার রাজ্যপাল কে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

ফের মুখ খুললেন হিরন চ্যাটার্জি আর যা নিয়েই নতুন করে চাঞ্চল্য জেলা শহর পশ্চিম মেদিনীপুরে। মূলত এই দিন বেশ কিছু কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছিলেন খড়্গপুরের বিধায়ক কাউন্সিলর তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।তবে তিনি সেই অনুষ্ঠান যাওয়ার আগে সাংবাদিকের সঙ্গে মিলিত হন।সেখানেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি রাজ্যপাল কে কটাক্ষ করলেন কড়া ভাষায়।সম্প্রতি ঘটে চলা ঘটনা সেই সঙ্গে বিডিও অফিস ভাংচুর সহ একাধিক জায়গায় একটি জাতির আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন হিরন চট্টোপাধ্যায়। এরপর এই নিয়ে কেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না তা বলতে গিয়ে তিনি বলেন প্রতিদিন চায়ের দোকান,পাড়ার দোকান,রেল স্টেশন,হাটে বাজারে আলোচনা হচ্ছে কেন রাজ্যে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতেও রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না।

আসলে এ রাজ্যের রাজ্যপাল যিনি কেরালা থেকে এসেছেন।তিনি একমাত্র পারেন রাজ্যের অবস্থা অবনতির কথা কেন্দ্রকে জানাতে এবং রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি জানাতে।কিন্তু এখানকার রাজ্যপাল তিনি উল্টে অ আ ক খ শেখার জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে বসে থাকেন। এ রাজ্যপাল এই বাংলার মা-বোনেদের কান্নার আওয়াজ শুনতে পান না এই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখতে পান না উল্টে উনি শুধু মুখ্যমন্ত্রীর কাছে দৌড়ে যান। তাই আমার মনে হয় উনি এখান থেকে চলে গেলে এ রাজ্যের উন্নয়ন সম্ভব হবে।প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এর প্রশংসা করে হিরন চট্টোপাধ্যায় বলেন বিগত রাজ্যপাল যিনি ছিলেন তিনি বহুভাবে চেষ্টা করেছিলেন এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং সেই সঙ্গে কেন্দ্রর কাছে এ পরিস্থিতি জানাতে। এর সমাধান করতে কিন্তু এই বর্তমান রাজ্যপাল আমাদের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে উল্লেসিত হন এবং তাই তিনি দৌড়ে যান খোদ মুখ্যমন্ত্রীর কাছে অ আ শিখতে।


প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে রাজ্যের চাকরি হারা শিক্ষকদের পেটানো সেইসঙ্গে রামনবমী নিয়ে পুলিশের কঠোর নির্দেশিকা।পাশাপাশি বিডিও অফিস ভাঙচুর, রাজ্যে অশান্তিকে কেন্দ্র করে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা।আর যেখানে খোদ কেন্দ্র থেকে নিযুক্ত হওয়া রাজ্যপাল কেই কটাক্ষ করে বসলেন বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায়।