Maid Arrested:কাল হলো ফেসবুকে ছবি পোস্ট করা!গ্রেফতার হল পরিচারিকা,উদ্ধার হল কানের দুল

Share

নিজস্ব প্রতিনিধি,বেহালা:

চুরি’ করা কানের দুল পরে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন!সেই ছবিই ধরিয়ে দিল প্রাক্তন পরিচারিকাকে।ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালায়।ওই কানের দুল পরে ছবি সমাজ মাধ্যমে পোস্ট করতেই ধরা পড়ে যান অভিযুক্ত।পর্ণশ্রী থানার পুলিশের একটি দল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে তাঁকে গ্রেফতার করে।

ঘটনা ক্রমে জানা যায় বেহালার পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা সঞ্চিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কাজ করতেন
বিষ্ণুপুর এলাকার পূর্ণিমা মণ্ডল।তবে এই পূর্ণিমা ৬-৭ মাস আগে মুখোপাধ্যায় দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ ছেড়ে দেন তিনি।যদিও পরিচারিকা পূর্ণিমা কাজ ছেড়ে দেওয়ার পরে বাড়িতে দু’জোড়া সোনার কানের দুল খুঁজে পাচ্ছিলেন না দম্পতি।পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফেসবুকে পূর্ণিমার একটি ছবি দেখতে পান ওই গৃহকর্ত্রী।ওই ছবিতে সঞ্চিতা দেখেন,তাঁর হারিয়ে যাওয়া কানের দুলের মতো একইরকম কানের দুল পরে রয়েছেন পূর্ণিমা।এই ছবিটি নজরে আসতেই তাঁর সন্দেহ হয়,কানের দুলগুলি পূর্ণিমাই চুরি করে নিয়ে গিয়েছেন।সেই মতো পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ জানান সঞ্চিতা।

তিনি পুলিশকে জানান,তাঁর চুরি যাওয়া কানের দুল পরে প্রাক্তন পরিচারিকার ছবি দেখেছেন সমাজ মাধ্যমে।সেই অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করে পুলিশ।এরপর বিষ্ণুপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পূর্ণিমাকে।পুলিশ সূত্রে খবর,ধৃতের থেকে দু’জোড়া সোনার কানের দুল ছাড়াও একটি সোনার আংটিও পাওয়া গিয়েছে।ওই আংটিতে সঞ্চিতার স্বামী সমীরণের নাম খোদাই করা ছিল।তাঁদের বাড়ি থেকে যে ওই আংটিটিও চুরি হয়ে গিয়েছে,তা জানতেনই না মুখোপাধ্যায় দম্পতি।

অভিযুক্ত প্রাক্তন পরিচারিকাকে আদালতে পেশ করা হলে তাকে ১৮ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in