Rabindra Jayanti Celebration:রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজের মহারানা প্রতাপ সিংহ ও রবীন্দ্রজয়ন্তী পালন পাশাপাশি বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

৯ ই মে ২০২৫ তারিখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।এইদিন মেদিনীপুর শহরের ডিএভি স্কুলের পাশে অবস্থিত সাবিত্রী ভবনে রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ,মেদিনীপুর শাখার উদ্যোগে মহারানা প্রতাপ সিংহের জন্মজয়ন্তী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যৌথভাবে উদযাপন করা হয়।ঐতিহ্য, সাংস্কৃতিক চেতনা ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধনে সজ্জিত হয় এই দিনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুপ কুমার সিংহ,সহ-সভাপতি জিতেশ সিংহ,সাধারণ সম্পাদক রঘুনায়ক সিংহ, সম্পাদক পল্লব সিংহ,কোষাধ্যক্ষ অনাথ বন্ধু সিংহ, সঞ্চালক ইন্দ্রজিৎ সিংহ,বিশিষ্ট চিকিৎসক ডা.শুভময় সিনহা ও তাঁর স্ত্রী মিতালী সিনহা। এছড়াও উত্তর 24 পরগনা থেকে এসেছিলেন বিধান সিংহ রায় ও হাওড়া থেকে লক্ষীনারায়ণ সিংহ মহাশয় সহ জেলা কমিটির সদস্য ও অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ।অনুষ্ঠানের সূচনা হয় রাজপুত ক্ষত্রিয় সমাজের চিরাচরিত প্রথা অনুযায়ী রাণার প্রতিমার সামনে অস্ত্র-শস্ত্র পূজা ও সম্মানজ্ঞাপন দিয়ে।সমাজের পুরোহিতের দ্বারা পরিচালিত এই পর্বে জাতীয় গৌরব ও বীরত্বের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সুমিতা সিংহ সহ অন্যান্য মহিলা সদস্য ও শিশু কিশোর সংগীত,নৃত্য এবং কবির জীবন ও দর্শন নিয়ে বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে।এইদিন সমাজের পক্ষ থেকে সকলের জন্য জলখাবার ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল।পাশাপাশি, মহারানা প্রতাপ সিংহ জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ মানবিক কর্মসূচির অংশ হিসেবে শহরের একটি বৃদ্ধাশ্রমে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী যেমন বালিশ, ফল-মূল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।এইদিন প্রায় ৫০ জন প্রবীণ-প্রবীণার হাতে তা তুলে দেন সভাপতি সহ অন্যান্য সদস্যরা।বৃদ্ধাশ্রমের অধিবাসীরা চিকিৎসা পরিষেবার জন্য একটি মেডিকেল ক্যাম্পের আবেদন জানান।

সংগঠনের তরফ থেকে ভবিষ্যতে এই ক্যাম্প আয়োজনের আশ্বাস প্রদান করা হয়েছে।এই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য,বিশেষ করে নতুন প্রজন্মকে সমাজসেবায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।


Share

One thought on “Rabindra Jayanti Celebration:রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজের মহারানা প্রতাপ সিংহ ও রবীন্দ্রজয়ন্তী পালন পাশাপাশি বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।

  1. খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in