
নিজস্ব প্রতিনিধি,ডেবরা:
হঠাৎ-ই জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাঙ্কার বিকট আওয়াজ করে ব্লাস্ট।সেই ঘটনায় গুরুতর আহত হলো ৭ জন।ঘটনাস্থলে পুলিশ বাহিনী।আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।এই ঘটনায় ক্ষতিগ্রস্থ গ্যাস ট্রাঙ্কারের পাশে থাকা একটি স্কুল গাড়ী ও দুটি লরি।

ডেবরায় দাঁড়িয়ে থাকা গ্যাস ট্রাঙ্কার ব্লাস্ট হয়ে গুরুতর আহত ৭ জন,ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও দুটি লরি।ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও এন এইচের টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হোলো চিকিৎসার জন্য।শনিবার সকালে ডেবরায় ১৬ নং জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্রাঙ্কার গাড়ীর কাজ করার জন্য গ্যারেজে দাঁড়ায়।সেই তার পরেই বিকট আওয়াজ।তারপরেই দেখা যায় গ্যাস ট্রাঙ্কার ব্লাস্ট হয়েছে।আর তাতেই গুরুতর আহত হয়েছে ৭ জন।এই ঘটনায় ক্ষতিগ্রস্থ গ্যাস ট্রাঙ্কারের পাশে থাকা একটি স্কুল গাড়ী ও দুটি লরির।পরে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও NH এর টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যায়।

মূলত এই ধরনের ঘটনা জেলায় এই প্রথম।যদিও এর আগে ট্রাঙ্কারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, ঘটেছে পেছন থেকে অ্যাক্সিডেন্ট করে ভয়াবহ দুর্ঘটনা ঘটার।তবে ব্লাস্ট হয়ে ভয়ংকর দুর্ঘটনার ঘটনা সম্প্রতিক ঘটেনি মেদিনীপুর জেলা শহরে।যদিও এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।অনেকেই ভূমিকম্প ভেবে দৌড়াদৌড়িও শুরু করে দেন।কেউ কেউ আবার বাস লরিতে মুখোমুখি সংঘর্ষ ভেবেই ছুট লাগিয়েছেন প্রাণপণে।যদিও এই ঘটনার পরেই চটজলদি উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসনের বিরাট বাহিনী সেইসঙ্গে ন্যাশনাল হাইওয়ে থাকা কর্মীরা।তারা এই ঘটনায় আহতদের প্রথমে ডেবরা হাসপাতাল পরে তাদের মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য।যদিও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসারত।তবে মৃতের এখনো কোনো খবর নেই।

যদিও এই নিয়ে ইন্দ্রজিৎ ভৌমিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন,”আমাদের গ্যারেজে দাঁড়িয়ে ছিল এই ট্রাঙ্কার টি।এর আশেপাশে বাস ট্রাক বাইক দাঁড় করানো ছিল।আমাদের মিস্ত্রি কাজ করার সময় হঠাৎ ই বিকট আওয়াজ করে ব্লাস্ট হয়ে যায়।এই ঘটনায় ওই গাড়িতে থাকা সেই সঙ্গে আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রায় জনাসাতেক মানুষ আহত হয়।ক্ষতিগ্রস্থ হয় দাঁড়িয়ে থাকা বাস ও লরির।আমরা আতঙ্কিত হয়ে পড়ি।এরপর পুলিশ ও স্থানীয় মানুষদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।