Yoga Day:আন্তর্জাতিক যোগা দিবসে চরৈবেতি পতঞ্জলি মহিলা যোগ শিবির

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

শনিবার ছিল বিশ্ব যোগা দিবস।আর এই যোগা দিবসকে সামনে রেখে মহিলাদের নিয়ে শিবিরের আয়োজন চরৈবেতি পতঞ্জলি মহিলা যোগ শিবিরের।এইদিন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

২১শে জুন ছিল বিশ্ব যোগা দিবস।আন্তর্জাতিক যোগা দিবসে মেদিনীপুরের মল্লিক চকে চরৈবেতি পতঞ্জলি মহিলা যোগ শিবিরের পক্ষ থেকে এক বিশেষ যোগা শিবিরের আয়োজন করা হয়।এইদিন ভোর ছটা থেকেই শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশিষ্ট যোগা শিক্ষিকা ঊষারানি ভূঁইয়া এবং জয়শ্রী দাসের নেতৃত্বে বহু মহিলারা অংশগ্রহণ করেন।এই শিবিরে যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্ব দেওয়া হয়।এই শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা মহাশয়,রাজা রামমোহন চিলড্রেন একাডেমির প্রধান শিক্ষক ও পতঞ্জলির প্রতিনিধি রবি শংকর চন্দ্র এবং অভিজ্ঞ যোগ শিক্ষক বলরাম ভকত।

বিশিষ্টজনের উপস্থিতি এই অনুষ্ঠানে একটি আলাদা মাত্রা যোগ করে এবং অংশ গ্রহণ কারীদের অনুপ্রাণিত করে।এই ধরনের স্বাস্থ্য সচেতন মূলক আয়োজন আজকের সমাজে বিশেষভাবে প্রয়োজন।মহিলাদের মধ্যে স্বাস্থ্য ও আত্মিক উন্নয়নের সচেতনতা গড়ে তুলতে চরৈবেতি পতঞ্জলি মহিলা যোগ শিবিরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in