
নিজস্ব প্রতিনিধি,শালবনি:
কচিকাঁচাদের বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সহ ছাত্র জীবনে মূল্যবোধ,শিক্ষা ও সুব্যক্তিত্ব গঠনে অভিভাবকদের গুরুত্ব কতখানি তা বোঝাতে শালবনী চাণক্য ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো স্বামীজীর প্রবচন পাঠ।স্বামীজির প্রবচন পাঠ শুনে উৎসাহিত হল খুদে সহ তার অভিভাবকরা।সেই সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পরিচালক মন্ডলীর সদস্যরা।

বর্তমান সময়ে মূল্যবোধের খুব অভাব,সেই সঙ্গে রয়েছে মা বাবার ভালোবাসা,টান,মায়া মমতা কর্তব্য এবং সম্মান জ্ঞান।এই পরিপেক্ষিতে প্রয়োজন স্বামীজীর আদর্শ ও বিচারধারা।বিশেষ করে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ সেই সঙ্গে মা সারদা দেবীর আদর্শ চিন্তা ভাবনা প্রয়োজন।এদিন সেই ভাবধারা ব্যাপ্তি ঘটানোর জন্যই শালবনীর চাণক্য ইন্টারন্যাশনাল স্কুলে একটি প্রবচন পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে এই স্কুলের ক্ষুদেদের সেই সঙ্গে তার অভিভাবকদের বিশেষ পাঠ দেন রামকৃষ্ণ আশ্রম বেলুড় মঠের স্বামীজি জ্ঞানলোকানন্দজী মহারাজ।পাশাপাশি খুদেদের নিয়ে ইন্টার স্কুল কম্পিটিশনের পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয় এইদিন।এরপর প্রবচন পাঠ হয় এক প্রস্থ।

মূলত ছাত্র জীবনে মূল্যবোধ শিক্ষা ও সুব্যক্তিত্ব গঠনে অভিভাবকদের গুরুত্ব বোঝাতে স্বামীজি পরামর্শ দেন।এদিন এই অনুষ্ঠানে খুদে স্কুল পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের পরিচালক মন্ডলী সদস্যরা। উপস্থিত ছিলেন স্কুলের সেক্রেটারি ডঃ অনুরাধা বিশ্বাস, সিনিয়র অ্যাকাডেমিক এডমিনিস্ট্রেটর অভিষেক প্রধান সহ অন্যান্যরা।যদিও এই দিন স্বামীজীর বাণী শুনে উৎসাহিত হয় এই ক্ষুদে পড়ুয়া এবং তার অভিভাবকেরা।

এই বিষয়ে রামকৃষ্ণ আশ্রম বেলুড় মঠের স্বামীজি জ্ঞানলোকানন্দজী মহারাজ বলেন,”আজকে এই স্কুলে এসে তাদের বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হলো।এরপর এখানে এই খুদেদের সঙ্গে অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন।তাদের বোঝালাম অভিভাবকরা হলো শিশুদের প্রথম শিক্ষক।অন্যদিকে তাদের এও বললাম শিক্ষকরা হল এই শিশুদের দ্বিতীয় অভিভাবক। আর তাতেই শিশুরা ভালোভাবে শিক্ষিত হতে পারে। এর সঙ্গে MAN মানে কি সেটা বোঝালাম।MAN এর M – মানে মোরালিটি,A – মানে এবিলিটি এবং N – নোবেলিটি। যা ছাড়া একটি মানুষ গড়ে ওঠা কোনভাবে সম্ভব নয়।

এদিন স্কুলের সেক্রেটারি ডক্টর অনুরাধা বিশ্বাস বলেন, “উনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি এসেছিলেন এবং প্রবচন দিয়ে গেলেন।পাশাপাশি তিনি এও বলেন এই ধরনের পার্সোনালিটির মানুষ স্কুলে আসা দরকার।