Vidyasagar Sisu Niketan:নানাবিধ অনুষ্ঠান সেই সঙ্গে ম্যাগবেথ,সিরাজদৌল্লা,নাগলোক নাটকের মধ্য দিয়ে পালিত হলো বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক অনুষ্ঠান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

রাঙ্গামাটি বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক অনুষ্ঠান হল সারাদিনব্যাপী নানা বিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে।এইদিন বিজ্ঞানের বিভিন্ন বিষয় বিশেষ করে সোলার ট্রেকার,অটোমেটিক ক্লথ কালেকশন,হাইড্রোলিক আর্ম, ফায়ার ফাইটিং রোবট,ওয়াটার সাইকেল তুলে ধরেন স্কুলের পড়ুয়ারা। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন প্রিন্সিপাল চন্দা মজুমদার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা।

শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের এইদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান। এই দিন এই বার্ষিক অনুষ্ঠানের প্রদর্শনীর।উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল মিসেস চন্দা মজুমদার।এই অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই প্রদর্শনীতে রাঙামাটি ক্যাম্পাসে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা নিবিড় আগ্রহে গড়ে তুলেছে বিভিন্ন ধরনের জিনিস পত্র। তাতে যেমন বিজ্ঞানের বিভিন্ন বিষয় বিশেষ করে সোলার ট্রেকার,অটোমেটিক ক্লথ কালেকশন, হাইড্রোলিক আর্ম,ফায়ার ফাইটিং রোবট,ওয়াটার সাইকেলের করা হয়েছে তেমনি ভূগোল, ইতিহাস, সাহিত্য,কম্পিউটার সব বিষয়ের উপরই মডেল তৈরি করেছে।স্কুলের প্রধান প্রবেশ দ্বারে প্রবেশের সাথে সাথেই ছাত্র ছাত্রীরা হারিয়ে যাওয়া টুকরো গ্রাম বাংলাকে চোখের সামনে মেলে ধরেছে।

তাছাড়া বাউল সঙ্গীত,কীর্তন,রামকৃষ্ণ,সারদা মা,এক্কা দোক্কার মতো হারিয়ে যাওয়া খেলা,সব যেন দর্শকদের আহ্বান করছিল।পরিশেষে ম্যাগবেথ,সিরাজদৌল্লা, নাগ লোক ইত্যাদি বিষয়ের উপর নাটক করে ছাত্র ছাত্রীরা অভিভাবকদের মন জয় করেছে এই দিন।

যদিও এদিন দর্শকদের ভালোলাগা ও ভালোবাসায় উচ্ছ্বসিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in