
মেদিনীপুর 4 ঠা সেপ্টেম্বর:
বুধবার রাতে বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। আর সেই ২.০ বাজেটে জিএসটির হার কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর।স্বাস্থ্য বীমা এবং লাইফ ইন্সুরেন্সের উপর অর্থাৎ জীবন বীমার উপর পুরোপুরি জিএসটি প্রত্যাহার করা হয়েছে।এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি কমানো হয়েছে বিপুলভাবে।আর তাতে খুশির হাওয়া বিজেপি মহলে।সকাল সকাল ঢাক ঢোল পিটিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জ্ঞাপন বিজেপির।

নির্মলা সীতারামনের বাজেট ২.০ তে জিএসটি কাঠামোয় পরিবর্তন। আর তাতে খুশির হাওয়া বিজেপি মহলে। রাতে বাজেট পেশ হতেই সকালবেলায় রীতিমতো ঢাকঢোল পিটিয়ে মিষ্টিমুখ করিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মোদীজি কে ধন্যবাদ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানালো জেলা বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতে জি এস টি সংস্কার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। আর তাতেই দাম কমেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের।GST সংস্কারের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসে।নতুন নিয়মে বাজারে পাওয়া রেডিমেড ফ্রোজেন পরোটা,রুটি,খাখরা,পিৎজা ব্রেড ও পনিরে আর কোনও GST দিতে হবে না। এছাড়া মাখন, ঘি, জ্যাম, ফলের জেলি, সস, প্যাকেটজাত নমকিন ও ভুজিয়াএখন থেকে আগের ১২%-১৮% এর বদলে মাত্র ৫% GST দিতে হবে।

পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য ব্যবহৃত পাস্তা, কর্নফ্লেক্স, বিস্কুট, চকোলেট ও কোকো পণ্য, শুকনো ফল, বাদাম ও খেজুরেও ৫% কর বসবে।এরই সঙ্গে বেশ কিছু জিনিসের উপর জিএসটি প্রায় পুরোটাই প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে লাইফ ইন্সুরেন্স এবং স্বাস্থ্য বীমার উপর জিএসটি প্রত্যাহার করেছে কেন্দ্র সরকার।এরই সঙ্গে চুলের তেল, টুথপেস্ট, শ্যাম্পু, চিরুনির মতো জিনিসেও GST নামছে ১৮% থেকে ৫%-এ। টেবিলওয়্যার, কিচেনওয়্যার, ছাতা, হাঁড়ি-পাতিল, সাইকেল এবং বাঁশের তৈরি আসবাবপত্রেও GST নামিয়ে আনা হয়েছে ৫%-এ।আগে যেসব ভোক্তা টেকসই পণ্যের উপর ২৮% GST বসত, এখন থেকে সেই হার নামিয়ে ১৮% করা হয়েছে। ফলে বড় স্ক্রিনের টিভি, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ছোট গাড়ি আরও সস্তায় পাওয়া যাবে।

এই ঘোষণায় পূজোর আগে স্বস্তির হাওয়া দেশবাসীর মধ্যে।বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের কিছুটা স্বস্তির ছোঁয়া। যদিও এই নতুন জিএসটি লাগু হবে আগামী ২২ শে সেপ্টেম্বর থেকে। উল্লেখ্য,আগে মোট ৪টি জিএসটির স্ল্যাব ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। এর মধ্যে জামাকাপড়, জুতো, যার দাম ২৫০০ টাকার কম, তাতে ৫ শতাংশ জিএসটি বসত। ২৫০০ টাকার বেশি দামের জামাকাপড়ে ১২ শতাংশ জিএসটি বসত। জুতোর ক্ষেত্রে ১০০০ টাকার কম দামের জুতোয় ১২ শতাংশ এবং তার বেশি দামের জুতোয় ১৮ শতাংশ জিএসটি বসত।

এদিন মেদিনীপুর শহরের ধর্মাতে সেই বাজেটের সুখবর নিয়ে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানালো, জেলা বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইতের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।সেইসঙ্গে এলাকার যাতায়াতকারী মানুষের মধ্যে মিষ্টি মুখ করানো হয়।

এ বিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন,”বাজেট ২.০ তে জিএসটির হার কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। বিশেষ করে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি শূন্য করা হয়েছে, আবার বেশ কিছু জিনিসপত্রের উপর ব্যাপক জিএসটি থাকায় তা কমানো হয়েছে ১৫%।আর তাই আমরা মোদীজি কে ধন্যবাদ জানাচ্ছি।কারণ দেশে মোদি জি হ্যাঁ তো সব কুছ মুমকিন হে।