Suvendu Adhikari SSC:এই SSC চিটিংবাজ ফোর টুয়েন্টি,নতুন পরীক্ষায় বসবে মুখ্যমন্ত্রী ভাইজি সহ 152 জন টেন্টেড শিক্ষক!বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Share

মেদিনীপুর 5 ই সেপ্টেম্বর:

টেন্টেড শিক্ষক তালিকা সেইসঙ্গে এসএসসি নিয়ে ফের কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।তিনি বললেন মোট ১৯৫৮ জন ছিল কিন্তু সেখান থেকে মাত্র ১৮০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন পরীক্ষায় আবার ১৫২ জন বসবে মুখ্যমন্ত্রীর ভাইজি সহ। মূলত এদিন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরে এসেছিলেন বিজেপি সহ-সভাপতি শংকর গুছাইতের উদ্যোগে প্রায় চার শতাধিকদের শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠানে।

এসএসসি নিয়ে শিক্ষক দিবসে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত এদিন তিনি মেদিনীপুরে এসেছিলেন এক শিক্ষক দিবস অনুষ্ঠানে। সেখানে শিক্ষকদের সম্বর্ধনা দেওয়ার পর যখন ফিরে যাচ্ছিলেন সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই এসএসসি নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন,”এই এসএসসি হলো চিটিংবাজ ফেরেববাজ, ফোর টুয়েন্টি। তিনি টেন্টেড তালিকা নিয়ে বলতে গিয়ে বলেন টেন্টেড আসল তালিকায় সংখ্যা ছিল ১৯৫৮জন সেখানে মাত্র ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী নিজের ভাইঝি সহ ১৫২ জন টেন্টেড শিক্ষককে আবার পরীক্ষায় বসাচ্ছে।এই পরীক্ষা অবৈধ পরীক্ষা। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন দেদার স্কুলের প্রশ্নপত্র বিক্রি হচ্ছে।সেই সঙ্গে তৃণমূল নেতারা ঘোষণা করে যাচ্ছে পরীক্ষার সময় খাতা খুলে লিখবে পার ক্যান্ডিডেট পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে।

যদিও তিনি তথ্য সংগ্রহ হিসেবে বলেন এই কারণে রেলের পরীক্ষাগুলো উড়িষ্যায় হয়। যদিও প্রশ্নপত্র বিক্রিতে পুলিশ একজন কে অ্যারেস্ট করেছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন পুলিশের কাজ ওইটাই করা। তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেগে বলেন পুলিশের কাজ মমতার চটি চাটা। পুলিশের কাজ ডঃ সরেন কে পিটিয়ে মারা।এরই সঙ্গে তিনি বলেন সাংবাদিকদেরও ভীত করে রেখেছে এই বালি মাফিয়া পুলিশ সুপার।এরপর বেঙ্গল ফাইলস রিলিজ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,”বড় সমাচার,সবাই মোবাইলে পেয়ে যাবেন।তবে বাংলায় রিলিজ নিয়ে তিনি বলেন ১৯৪৬ সালেও অনেক ছবি রিলিজ হয়নি তৎকালীন সরকারের জন্য।”

প্রসঙ্গত উল্লেখ্য এদিন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনী পুরে আর পশ্চিম মেদিনীপুরে মোট চারটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।তিনি শিক্ষক দিবসে এসে বর্তমান শিক্ষকদের অবস্থা এবং শিক্ষক নিয়োগ নিয়ে কটাক্ষ করে বসেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in