Narayangarh Incident: রাস্তা সারাই এর দাবিতে তালা বন্ধ বিডিও! পাড়ার সমাধানে গিয়ে ক্ষোভের মুখে প্রশাসনের কর্মকর্তারা

Share

নারায়নগড় 10 ই সেপ্টেম্বর:

পাড়ার সমস্যা পাড়ার সমাধান ক্যাম্প করতে এসে খোদ তালাবদ্ধ হলো এলাকার বিডিও।রাস্তা সংস্কার কেন হয়নি তা নিয়েই তালা বন্ধের পাশাপাশি বিডিওকে এক প্রস্থ দৌড় করালেন বিক্ষুব্ধ মানুষজন,যা নিয়ে উত্তেজনায় নারায়ণগড় এলাকায়।যদিও তাদের রাস্তার দাবি যুক্তিযুক্ত বলে এক বাক্যে মেনে নিয়েছেন বিডিও।

পাড়ার সমাধান করতে এসে খোদ এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়ে পালাতে বাধ্য হল প্রশাসনিক আধিকারিকরা।যা নিয়ে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলা শেষ প্রান্ত নারায়ণগড় মাগুরিয়া এলাকায়।এলাকাবাসী সূত্র জানা যায়,এলাকায় নারায়ণগড়ে গতকাল মঙ্গলবার বসেছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পাড়ার সমস্যা পাড়ার সমাধান ক্যাম্প।যেই ক্যাম্পে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। যদিও এই সমাধান ক্যাম্পে হাজির হয়েছিল নারায়ণগড়ের মাগুরিয়া এলাকার মানুষজন।তারা হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন এই সমাধান ক্যাম্পে তাদের রাস্তা সংস্কার কেন করে দেওয়া হয়নি তা জানতে।এই ক্যাম্প দশটা থেকে শুরু হলে তারপরই এই মহিলারা এসে বিক্ষোভ দেখাতে দেখাতে গেটে তালা লাগিয়ে দেন।

প্রায় ঘন্টা দেড়েক তালা লাগানো অবস্থায় তালাবদ্ধ ছিল প্রশাসনের আধিকারিকরা।তালা বদ্ধ ছিলেন এলাকার বিডিও কৌশিক প্রামানিক।এরপরই প্রশাসনের লোকজন এসে তালা খুলে দিলে বিডিও যখন গাড়ির দিকে যাচ্ছিল সেই সময় তাকে দেখে তাড়া করে ওই মহিলারা।এরকমই একটি ভিডিও এদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায়। এ রকমই এক ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা।যা নিয়ে সোরগোল গোটা এলাকায়।এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন।এই নিয়ে বিক্ষুব্ধ মানুষেরা দাবি করেছেন,”কানাই সাগর থেকে মাগুরিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ কুড়ি বছর ধরে খারাপ। টানা বৃষ্টিতে আরও বেহাল হয়ে পড়ে রাস্তা, সাধারণ মানুষ থেকে পড়ুয়া ও পথ চলতি মানুষেরা যন্ত্রণায় দুর্ভোগে পড়েন।এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোন সদুত্তর পাওয়া যায়নি।তাই তাদের এই বিক্ষোভ।যদি ওই বিক্ষোভের ঘটনায় প্রত্যক্ষ নাহলেও পরোক্ষভাবে স্বীকার করেছেন খোদ এলাকার বিডিও। অন্যদিকে এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি।

এ বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন এইসব পাড়ার সমাধান,দুয়ারে সরকার করে কোন সমস্যার সমাধান হয়নি, তার চাক্ষুষ প্রমাণ হলো এই নারায়ণগড়ের ঘটনা। যেখানে এলাকার মানুষ খোদ জেগেছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ সামিল হয়েছে।পাশাপাশি তিনি এও বলেন তাদের যুক্তিযুক্ত দাবিতে শেষ পর্যন্ত পালাতে হয়েছে বিডিওকে এবং তালাবন্ধ করে রাখা হয়েছিল দীর্ঘক্ষণ ধরে। আমরা তাদের পাশে রয়েছি।

যদিও এই অভিযোগ বকলমে স্বীকার করে নেন এলাকার বিডিও কৌশিক প্রামাণিক।এদিন তাকে জিজ্ঞাসা করেলে তিনি ফোন মারফত বলেন আমাদের ওখানে পাড়ার সমাধান ক্যাম্প চলছিল। কিন্তু বেশ কিছু মহিলা তালা লাগিয়ে দেয় বেশ কিছুক্ষণ ধরে।যদিও আমাদের অফিসে না।ওদের নির্দিষ্ট কিছু দাবি-দাওয়ার ভিত্তিতে ওরা তালা লাগিয়েছিল বাইরের গেটে। যদিও তিনি এও অস্বীকার করেন যে বড় কিছু ঘটনা ঘটেনি। এরপর তার গাড়ি ঘিরে জনতা দৌড়ান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটাও এমন কোন বড় ঘটনা না,আমার অন্য জায়গায় একটা কর্মসূচির জন্য খুব তাড়া ছিল তাই আমি তাড়াহুড়ো করে গাড়িতে চেপে চলে আসি।

যদিও এই গন্ডগোলের জেরে কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন। এর সঙ্গে তিনি এও বলেন ওদের দাবি সম্পূর্ণ যুক্তিযুক্ত। পাশাপাশি তিনি বলেন ওনাদের অভিযোগ তালিকায় তোলা হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in