ভারতের শীর্ষ 100 অর্থনীতিবিদের তালিকায় 74 তম স্থানে মেদিনীপুর এর নরসিংহ দাস

Share

মেদিনীপুর 26 সে সেপ্টেম্বর:

সম্প্রতি বেরানো IDEAS/RePEc (Research Papers in Economics) শীর্ষ 100 অর্থনীতিবিদের তালিকায় মেদিনীপুরের ডক্টরেট যুবক।IDEAS/RePEc বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি-ভিত্তিক ওপেন ডাটাবেস, যেখানে লক্ষাধিক গবেষণা প্রবন্ধ, কার্যপত্র, বই ও নিবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে। অধ্যাপক নরসিংহ দাসের লক্ষ্য ভারতের তরুন যুবকদের অর্থনীতিতে তুলে আনা এবং অর্থনীতিকে চাঙ্গা করা।

পূজোর মুখে ভারতের শীর্ষ ১০০ অর্থনীতিবিদের তালিকায় মেদিনীপুরের যুবক।তাঁর গবেষণার মূল ক্ষেত্র Energy and Environmental Economics পাশাপাশি ভারতীয় অর্থনীতি, উন্নয়নমূলক নীতি এবং সমসাময়িক অর্থনৈতিক সমস্যা।ড.নরসিংহ দাস, বর্তমানে Professor of Economics and Research, Dr. D. Y. Patil B-School–এ কর্মরত। সম্প্রতি IDEAS/RePEc–এর বেরানো সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে (শেষ ১০ বছরের প্রকাশনার ভিত্তিতে) ভারতের শীর্ষ ১০০ অর্থনীতিবিদের তালিকায় ৭৪ তম স্থান অর্জন করেছেন এই মেদিনীপুরের অর্থনীতিবিদ।এই সাফল্য তাঁর দীর্ঘ গবেষণা যাত্রা এবং একাডেমিক অবদানের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।উল্লেখ্য,এই অর্থনীতিবিদের বাড়ি মেদিনীপুরের কোতওয়ালি থানার অন্তর্গত মানিকপুর এলাকায়।

তিনি ছোট বেলায় অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন Medinipur College Autonomous থেকে।এরপর তিনি Vidyasagar University থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।তাঁর গবেষণার মূল ক্ষেত্র Energy and Environmental Economics, পাশাপাশি ভারতীয় অর্থনীতি, উন্নয়ন মূলক নীতি এবং সমসাময়িক অর্থনৈতিক সমস্যা।প্রসঙ্গত উল্লেখ্য,IDEAS/RePEc (Research Papers in Economics) হলো বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি-ভিত্তিক ওপেন ডাটাবেস, যেখানে লক্ষাধিক গবেষণা প্রবন্ধ, কার্যপত্র, বই ও নিবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে গবেষকদের প্রকাশিত কাজ, উদ্ধৃতি সংখ্যা, ডাউনলোড এবং অন্যান্য সূচকের ভিত্তিতে এখানে র‌্যাঙ্কিং তৈরি হয়।বৈশ্বিক গবেষক সমাজের সক্রিয় অংশগ্রহণে সমৃদ্ধ এই ডাটাবেসকে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও একাডেমিক মহলে স্বীকৃত ও মর্যাদাপূর্ণ হিসাবে গণ্য করা হয়।এর নিরপেক্ষতা ও বিস্তৃত কভারেজ-ই এটিকে বিশ্বব্যাপী স্বীকৃত র‌্যাঙ্কিংয়ে পরিণত করেছে।

এই বিষয়ে ডক্টরেট অর্থনীতিবিদ নরসিংহ দাস বলেন,”এই র‌্যাঙ্কিং আমার পরিবার,আমার স্যার আমার কলেজ সবার জন্য সমর্পণ করলাম। সদ্য আমি খুশি খবর পেয়েছি।আমার ইচ্ছে উন্নয়নমূলক গবেষণা যা দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমৃদ্ধ করা।সঙ্গে আমাদের দেশের তরুণ অর্থনীতিবিদদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাদের মধ্যে প্রটেনসিয়ালিটি রয়েছে।তবে পড়াশোনা ছাড়াও আমার বাকি সময় চেস খেলা ও লেখালেখির উপর কেটে যায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in