DVC Water:জল ছেড়ে বিপাকে ফেলছে রাজ্যকে,পুজোর পরে DVC এর বিরুদ্ধে বড় আন্দোলনে নামতে চলেছে শাসক দল!সূত্র

Share

কোলকাতা 3 রা অক্টোবর:

কেন রাজ্যকে না জানিয়ে, জল ছাড়ছে DVC ? DVC এর বিরুদ্ধে ক্ষোভ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুজোর পর বড়সড়ো আন্দোলন চলছে নামতে চলেছে রাজ্যের শাসক দল এমনই এমনই খবর মুখ্যমন্ত্রী ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো।সূত্রের খবর,লক্ষ্মীপুজোর পরেই ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে আন্দোলনে নামছে তৃণমূল।ঘেরাও করা হবে ডিভিসির অফিস।কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগেও সরব হবে তৃণমূল।

আবহাওয়া দপ্তর জানিয়েছিল পুজোর সময় টানা বৃষ্টিতে ভিজবে রাজ্য কিন্তু তাতে কিছুটা মূকুব দিয়েছিল প্রকৃতি। পুজোর পরে আবার শুরু হয়েছে টানা বৃষ্টি,দিনে রাতে বৃষ্টিতে বেসামাল রাজ্যের বিভিন্ন জেলা।রাজ্যের পাঁচ জেলা যখন ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া দফতর,তখন জল ছাড়ছে ডিভিসি! ‘উত্‍সবের সময়ে চক্রান্ত করে বাংলাকে বানভাসি করার চেষ্টা হচ্ছে’, অভিযোগ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের।অভিষেক বলেন,’দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই বক্তব্য রেখেছেন।এরা ম্যানমেড বন্যা বললে আবার বলবে আপনাদের তো লোক রয়েছে কমিটিতে।কমিটিতে লোক থাকলে কি হবে!কোন সময় তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়?প্রত্যেক বছর এরা জল ছেড়ে দিয়ে বাংলাকে বিপদে খেলার চেষ্টা করে বানভাসি করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ বা বাংলাকে বানভাসি করা যাবে না’।বছরে ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।

অভিষেকের হুঁশিয়ারি, ‘চব্বিশের নির্বাচনে এদের বানভাসি হয়েছে। যা কিছু অবশিষ্ট জমিদাররা এখানে রয়েছে সেইসব আবর্জনা ও ২৬ নির্বাচনে বানভাসি হবে।বিসর্জন হপরবেই বিসর্জন আটকানো যাবে না কিন্তু সেই বিসর্জন হবে বাংলা বিরোধীদের’।এদিকে ডিভিসি জল ছাড়া নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রীও। উত্‍সবের মরসুমে কেন রাজ্য না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি? প্রশ্ন তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট,’মাইথন ও পাঞ্চেত থেকে ১,৫০,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে,যাতে উত্‍সবের সময়ে পশ্চিমবঙ্গ প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত,তখন দুর্যোগ ডেকে আনার চক্রান্ত।লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য!আমরা প্রতিবাদ জানাই’!

সূত্রের খবর,লক্ষ্মীপুজোর পরেই ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে আন্দোলনে নামছে তৃণমূল।ঘেরাও করা হবে ডিভিসির অফিস।কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগেও সরব হবে তৃণমূল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in