Elephnat Attack: পুলিশের গাড়িতে হামলা দাঁতালের!খাবারের খোঁজেই হামলা গাড়িতে, প্রাণে বাঁচলো পুলিশ কর্মীরা

Share

পিড়াকাটা 22 সে অক্টোবর:

গভীর রাতে এবার খাবারের খোঁজে এক প্রস্থ পুলিশের গাড়িতে হামলা চালালো দাঁতাল, যা নিয়ে উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায়। সূত্রের খবর দলছুট একটি দাঁতাল এলাকায় রয়ে গেছে যে বারে বারে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এলাকায়। যদিও গাড়িতে হামলার ঘটনায় গাড়ির ক্ষতি হলেও প্রাণে বেঁচেছে পুলিশকর্মীরা।

এবার পুলিশের গাড়িতে হামলা চালালো দাঁতাল হাতি। উল্টে দিল গাড়ি। গাড়ি থেকে নেমে কোনরকমে পালিয়ে প্রাণ বাঁচালেন পুলিশ কর্মীরা। ঘটনাটি সোমবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়।সংবাদ সূত্রে জানা গিয়েছে,নিত্যদিনের মতোই গাড়ি নিয়ে টহলে বেরিয়েছিলেন পিড়াকাটা পুলিশ ফাঁড়ির এক অফিসার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। রাত প্রায় দুটো নাগাদ কলসিভাঙ্গা থেকে গড়মাল রাস্তায় যাওয়ার সময় কদমডিহা এলাকায় একটি হাতি হঠাৎ গাড়ির সামনে চলে আসে,গাড়ি লক্ষ্য করেই হাতিটি এগিয়ে আসে। গাড়ি থেকে নেমে কোনোরকমে পালিয়ে প্রাণ বাঁচান ওই অফিসার সহ অন্যান্য পুলিশকর্মীরা। হাতিটি গাড়িটিতে খাবারের খোঁজে চালিয়ে শুঁড় দিয়ে উল্টে দেয়। ততক্ষণে গ্রামের অন্যান্য মানুষজন বাইরে বেরিয়ে আসেন। পরে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠায়।গাড়িতে থাকা ওই অফিসার বলেন, “আমরা ওই পথে ডিউটিতে ছিলাম।

সেই সময় হাতিটি হঠাৎ সামনে চলে আসে। আমরা গাড়ি থেকে নেমে পাশের বাড়িতে চলে যায়। হাতিটি গাড়িটি উল্টে দেয়। আমাদের কোন ক্ষতি না হলেও গাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে।” ঘটনার কথা মানছেন ভাদুতলা রেঞ্জ আধিকারিক শুভাশিস চৌধুরী। তিনি বলেন, “ওই এলাকায় একটি দলছুট হাতি রয়েছে। খাবারের খোঁজে মাঝে মাঝে ওই হাতি হামলা চালাচ্ছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in