Vaifota:ভাইফোঁটার বিশেষ দিনে ট্রাকচালক খালাসীদের ফোঁটা ও নতুন জামা উপহার দিল পশ্চিম মেদিনীপুরের ট্রাক মালিক সংগঠন

Share

চন্দ্রকোনা রোড 23 সে অক্টোবর:

ভাইফোঁটা উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর ট্রাক মালিক সংগঠন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন।সকল ট্রাক ড্রাইভার ও খালাসীদের এই বিশেষ দিনে ফোঁটা দেওয়ার পাশাপাশি নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে।এরই পাশাপাশি সেফ ড্রাইভ ও সেভ লাইফ এর জন্য বাইক চালকদের হেলমেট উপহার।

উৎসবের দিনে বাড়ি ছেড়ে দূরে থাকা ট্রাক চালক এবং খালাসীদের একাকীত্ব ঘোচাতে এক বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন।ভাইফোঁটার পবিত্র দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থা সচল রাখা এই সকল ভাইদের জন্য চন্দ্রকোনা রোডের উপরই আয়োজন করা হয়েছিল এক আবেগ ঘন অনুষ্ঠান।এদিন রাস্তায় চলতে থাকা প্রায় কয়েকশো ট্রাক চালক ও খালাসীকে ফোঁটা দেওয়া হয়। সংগঠনের বোনেরা পরম মমতায় তাঁদের কপালে চন্দনের ফোঁটা দেন এবং দীর্ঘ জীবনের জন্য ধান-দুব্বা দিয়ে আশীর্বাদ করেন।এই ফোঁটা দেওয়ার পাশাপাশি প্রত্যেক চালক ও খালাসীর হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক এবং মিষ্টিমুখ করানো হয়। উৎসবের দিনে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে চালক ও খালাসীরা আনন্দে অভিভূত হয়ে পড়েন।

সংগঠনের সম্পাদক প্রদীপ মন্ডল সাংবাদিকদের বলেন, “যেসব ভাইরা দিনরাত এক করে কাজ করে আমাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখেন, উৎসবের দিনে তাঁদের পরিবারের থেকে দূরে থাকার কষ্টটা আমরা উপলব্ধি করি। এই ফোঁটা এবং নতুন জামা তাঁদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। আমরা চাই, তাঁরা যেন মনে করেন, রাস্তায়ও তাঁদের আপনজন রয়েছে।” এই মানবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল পথ নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টা; ট্রাক কর্মীদের পাশাপাশি পথে মোটরবাইক নিয়ে চলা আরোহীদেরও ফোঁটা দেওয়া হয় এবং যেসকল আরোহী হেলমেট পরেননি, তাঁদের হাতে হেলমেট উপহার দেওয়া হয়।

এইভাবে ভাইফোঁটার পবিত্রতার মধ্য দিয়ে একইসঙ্গে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ বার্তাটিও দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই মানবিক উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in