
কলকাতা 30 সে অক্টোবর:
এবার একটু অন্যরকম ভাবনা চিন্তা নিল ও কলকাতার পৌরসভা।এবার আর হুইসেল নয় এবার সুরেলা সংগীত বাজিয়ে আবর্জনা সংগ্রহ করবে তারা।সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানো হবে। সেই বক্সে চলবে গান, সঙ্গে থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা।

এবার একটু অন্যরকম পথে হাঁটতে চাইছে কলকাতা পৌরসভা।শুনতে অবাক লাগলেও ঠিক তাই এবার গান শুনিয়ে আবর্জনা সংগ্রহ করবে তারা।শহর জুড়ে চলা বর্জ্য সংগ্রহের ব্যবস্থায় নতুনত্ব আনতেই এই উদ্যোগ।পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানো হবে। সেই বক্সে চলবে গান, সঙ্গে থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা। সংবাদ প্রকাশিত সূত্রে খবর পুর কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ দিন ধরে বাঁশির একঘেয়ে শব্দে নাগরিকদের বিরক্তি বাড়ছিল। তাই এ বার সুরেলা উপায়ে সকাল শুরু করতে চায় পুরসভা। গান বাজানোর পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বার্তা প্রচার করা হবে। আপাতত পরীক্ষামূলক ভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে এই প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।

সব গাড়িতে নয়, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গান বাজানো গাড়ি চালানো হবে। গাড়িটি প্রতি দিন বা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পাড়ায় পাড়ায় ঘুরে বর্জ্য সংগ্রহ করবে।বাকি গাড়ি গুলিতেও ভবিষ্যতে পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকেরা। সংবাদ সূত্রে খবর পুর কর্তৃপক্ষ জানিয়েছেন,প্রাথমিক পর্যায়ে যে সব ওয়ার্ডে ময়লা সংগ্রহ তুলনামূলক কম হয়, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্যবস্থা চালু করা হবে। আশা করা হচ্ছে, গানের মাধ্যমে নাগরিকদের উৎসাহিত করা যাবে, যাতে তাঁরা প্রতি দিন পুরসভার গাড়িতে ময়লা জমা দেন।উল্লেখ্য, এর আগেও ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের প্রচারে গান ব্যবহার করে সাফল্য পেয়েছিল কলকাতা পুরসভা। তাই নতুন এই উদ্যোগকেও প্রশাসনিক মহল ইতিবাচক দৃষ্টিতে দেখছে।

শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন মিললেই শিগগিরই শহরের রাস্তায় সুরে সুরে ঘুরতে দেখা যাবে পুরসভার বর্জ্য সংগ্রহের গাড়িগুলি। যার ফলে শহরের মানুষ এক ইউনিক গাড়ি দেখতে পাবে তাদের নিজ নিজ এলাকায়।