
মেদিনীপুর 30 সে অক্টোবর:
টাকা ভর্তি মানিব্যাগ পেয়েও নিজের কাছে না রেখে মালিকের কাছে পৌঁছে দিল ছোট্ট অনীক। ঘন্টাখানেকের মধ্যেই মানি পার্সের মালিক জুলজি এম এস সি পাঠরত ছাত্র সোমনাথ সারের নিজের খোয়া যাওয়া মানিপার্স ফেরত পেয়ে খুশিতে আপ্লুত।সোমনাথ সার অনীক ও অনীকের পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সততা আজও বেঁচে আছে।কুড়িয়ে পাওয়া মানিপার্স ভর্তি ৫৯২৭ টাকা ও মানিপার্সে থাকা আধার কার্ড, প্যানকার্ড,ভোটার কার্ড লাইসেন্স,এটিএম কার্ড সহ জরুরী কাগজপত্র ১ ঘন্টার মধ্যে মালিককে ফেরত দিলো মেদিনীপুর শহরের উদয় পল্লীর বাসিন্দা অনীক মাহাতো। উল্লেখ্য,গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ অনীক মেদিনীপুর শহরের চার নং ওয়ার্ডের উদয় পল্লীর রাস্তায় দরকারি কাগজপত্র সহ টাকা ভর্তি একটি মানি পার্স কুড়িয়ে পায়।বাড়িতে ফিরেই এসেই অনীক তার মা পেশায় হোমগার্ড প্রীতিলতা দেবসিংহ মাহাতো কে বলে কাগজপত্র গুলো থেকে ফোন নং খুঁজে দেখে বা যে কোনো ভাবে মানি পার্সের মালিকে খুঁজে বের করে দ্রুত তাঁর জিনিস তাঁর হাতে তুলে দিতে।সেই মানিপার্সের মধ্যে নগদ ৫৯২৭ টাকা এবং আধার কার্ড,ভোটার কার্ড ও প্যান কার্ড,এটিএম কার্ড সহ অন্যান্য কাগজপত্র ছিল। শেষ পর্যন্ত পেশায় হোমগার্ড শিশির সার-এর সূত্রে যোগাযোগ হয় মানি পার্সের মালিক জুলজি এম এস সি পাঠরত ছাত্র সোমনাথ সারের সাথে।যদিও হারানোর ঘন্টা খানেকের মধ্যে নিজের খোয়া যাওয়া মানিপার্স ফেরত পেয়ে যান সোমনাথ বাবু।

অনীকের বাবা কৃপাসিন্ধু মাহাতো পেশায় কৃষক,মা প্রীতিলতা দেব সিংহ মাহাতো পেশায় হোমগার্ড।এই অনীক সারদা বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র,বাবা মায়ের একমাত্র ছেলে।বয়স বারোর অনীক বাবা মায়ের সাথে উদয় পল্লীতে ভাড়া বাড়িতে থাকে।অনীকের মামা রেলওয়েতে কর্মরত সমীর দেব সিংহ একজন সমাজ কর্মী। বাবা-মা-মামাদের আদর্শকে সামনে রেখে সততা পথে এগিয়ে চলেছে অনীক। মানি পার্স ফেরত পাওয়া সোমনাথ সার অনীক ও অনীকের পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

অনীকের কাজে খুশি অনীকের বাবা,মা সহ পরিবারের অন্যরা অনীক কে স্যালুট জানিয়ে এই বিষয়টি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন কলাইনামুড়ি নেতাজি সুভাষ হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ জানা, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা। তাঁদের পোস্টে অনীককে প্রশংসায ভরিয়ে দিয়েছেন নেটিজেনেরা।