Abhishek Banerjee: আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট, BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের!অভিষেক

Share

কলকাতা 31 সে অক্টোবর:

এবার কর্মীদের নতুন বার্তা দিলেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র অনুযায়ী জানা যায়, BLO-দের ম্যান মার্কিংয়ের নির্দেশ অভিষেকের। ‘আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের।এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না’, সূত্র মারফত খবর, ভার্চুয়াল বৈঠকে নেতা-কর্মীদের এমনটাই বার্তা অভিষেকের। 

এস আই আর এর আবহে এবার নতুন নির্দেশিকা তৃণমূল সেনাপতি অভিষেক ব্যানার্জির,তৈরি থাকার নির্দেশ BLA দের। সংবাদ প্রকাশিত সূত্র অনুযায়ী খবর, ‘SIR-এর জন্য রাজ্যজুড়ে ৬ হাজার ২০০টি তৃণমূলের ক্যাম্প । ৪ নভেম্বর থেকে এক মাস রাজ্যজুড়ে SIR ক্যাম্প করবে তৃণমূল’। ৩১ জানুয়ারি ধাপে ধাপে এই ক্যাম্প চলবে, নির্দেশ অভিষেকের। ‘আমরা মানুষের পাশে আছি, সেই বার্তা দিতে হবে। সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, নির্দেশ অভিষেকের। কোনও BLO যেনও অনৈতিক কাজ না করে, এটা BLA-২র দায়িত্ব। মানুষ যেনও বুঝতে পারে বিপদে একমাত্র তৃণমূল পাশে আছে। বিরোধী হলেও যেন কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। বিজেপির লক্ষ্য অনুপ্রবেশকারীদের বের করা নয়, তাহলে অসমেও করত।

‘এনুমারেশন ফর্ম পূরণ করে সমস্ত ভোটারদের নাম তালিকায় তুলতে হবে’, SIR নিয়ে নেতা-কর্মীদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র। এমনই খবর জানা যাচ্ছে এই দিন। মূলত রাজ্যের কোন মানুষই যাতে বাদ না যায় সেই দিকেই সতর্ক থাকছে শাসক দল তৃণমূল।





Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in