Midnapore SIR: মেদিনীপুরে SIR এর ফরম দেওয়া শুরু!SIR ফর্ম পেয়ে উল্লেশিত বিজেপি, ফুল দিয়ে শুভেচ্ছা বি এল ও কে

Share

মেদিনীপুর 4 ঠা নভেম্বর:

গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায় শুরু হয়ে গেল এসআই এর কাজ।এদিন মেদিনীপুর শহরে ওয়ার্ডে ওয়ার্ডে BLO ঘুরলেন ফর্ম নিয়ে।বাড়ি বাড়ি তালিকা দেখে তারা ফর্ম দিলেন খতিয়ে দেখলেন এবং কিভাবে কি করতে হবে তাও জানাবেন ভোটারদের।যদি ওই SIR কাজে খুশি বিজেপি।তারা দাবি করলেন যেন সঠিক এবং নিরপেক্ষভাবে কাজ হয় এবং মৃত ভোটার সহ ভুয়ো ভোটার বাদ যায় সেই সঙ্গে বিদেশিরা যেন তাদের দেশে ফিরে যান।

শুরু হয়ে গেল নির্বাচন কমিশনের ঘোষণা মত SIR এর কাজ। গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে চলছে বাড়ি বাড়ি এস আই আর এর ফরম দেওয়া সেইসঙ্গে তালিকা নাম আছে কিনা তার খতিয়ে দেখা।এদিন মেদিনীপুর শহরে ৬ নং ওয়ার্ড বার্জ টাউন এলাকায় BLO রা বাড়ি বাড়ি হাজিরা দেখা গেল এক প্রস্থ।যদিও তার তালিকা অনুযায়ী প্রত্যেকের নাম খতিয়ে দেখছেন,ফর্ম দিচ্ছেন সেইসঙ্গে কি কি করণীয় তাও বলে দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য,ইলেকশন কমিশনের ঘোষণা মত সব রাজ্যে শুরু হওয়ার পরও ও পশ্চিমবাংলায় শুরু হয়েছে এসআই এর কাজ।যার উদ্দেশ্যেই হলো রাজ্যের মানুষ ভারতীয় নাগরিক কিনা তা সুনিশ্চিত করা।সেই সঙ্গে তারা কোথা থেকে এসেছে বা এখন তাদের যদি ভারতীয় না হন অন্য কোন দেশের হন তাদের কিভাবে শরণার্থী করা যায় বা সিটিজেনশিপ প্রদান করা যায় তারও ব্যবস্থা করা।তাই পূজোর আগে থেকেই নির্বাচন কমিশন তার নির্ঘণ্ট প্রকাশ করেছিল।

সেই কথামতো ৪ ই নভেম্বর থেকে শুরু হয়ে গেল এসআইয়ের কাজ।যদিও এই কাজ চলবে প্রায় এক মাস ধরে।সূত্র অনুযায়ী জানা যায় প্রত্যেক বি এল ও তার দল টিম নিয়ে প্রত্যেক ভোটারের বাড়ি তিনবার করে যাবেন।তিনি ফরম দেবেন তালিকা দেখে মিলিয়ে নেবেন না থাকলে কি করনীয় তা বলে দেবেন। এরপর গোটা ডিসেম্বর এবং জানুয়ারি জুড়ে চলবে সেই ফর্ম জমা নেওয়া তার বাকি কর্মপদ্ধতি। যা নিয়ে রীতিমত গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায় এখন নতুন করে চাঞ্চল্য। মূলত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বাংলাদেশী এবং অন্যান্য দেশের লোকেরা এসে বসবাস শুরু করেছেন রাতারাতি বাড়ি তৈরি করেছেন ভোটার কার্ড ও পেয়ে গেছেন। কিন্তু তাদের অনেকেরই নাম নেই ২০০২ সালে নির্বাচন কমিশনের তালিকায়।

গত কয়েকদিন আগে সেই খবরই প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে যার জেরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। তবে তাদের আশ্বস্ত করার জন্য উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।তারা এও বলেছেন CAA আন্ডারে তারা আবেদন করলে তারা শরণার্থী হিসেবে নাগরিকত্ব পেতে পারে। উল্লেখ্য, এই দিন বিজেপি তরফ থেকে এই BLO দের আসার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সেই সঙ্গে এই এও বলা হয় যে যেন নিরপেক্ষভাবে এই এসআই আর এর কাজ সম্পূর্ণ করেন।

এ বিষয়ে বি এল ও শিব শঙ্কর দত্ত বলেন,”আমাদের এই কাজ শুরু হয়েছে। এই কাজ চলবে ডিসেম্বরে নয় তারিখ পর্যন্ত।এরই মধ্যে আমরা তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি যাবো তাদের ফর্ম দেবো এবং তাদের ফরম জমাও নেব। যদি কারো বুঝতে অসুবিধা হয় সে সরাসরি যোগাযোগ করতে পারে তার জন্য আমরা ফোন নাম্বারও তাদেরকে দিয়ে এসেছি।নির্বাচন কমিশন সহৃদয় অনেক সুযোগ দেওয়া হবে তাদের এই কাজের সহযোগিতার জন্য।

এদিন এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন,”SIR কাজ শুরু হতেই ওনারা বাড়ি বাড়ি যাচ্ছেন আমার কাছে কাছে এসেছিলেন।আমরা প্রথম এস আর ফরম পেয়েছি এজন্য উনাদের অনেক ধন্যবাদ।আমরা চাই ওনারা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করুন সেই সঙ্গে মৃত ভোটার যেন নামগুলো বাদ যায়,বাদ যায় নাম যারা বিদেশ থেকে এসেছেন।তারা যেন নিজের দেশে ফিরে যান।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in