
বেলিয়াবেড়া 8 ই নভেম্বর:
জমি-জঙ্গল রক্ষা করার আন্দোলনের মতো বাল্যবিবাহ রোধ করার আন্দোলন গড়ে তুলতে হবে জঙ্গলমহলে। শনিবার বেলিয়াবেড়া থানার তালগ্রামে লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং বাল্যবিবাহ রোধ ও নারী পুরুষের সমান অধিকার কে সামনে রেখে এক সচেতনতা শিবিরে আয়োজিত হয় জেলা প্রশাসনের তরফ থেকে।

এই শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুর, গোপীবল্লভপুরের দুই ব্লকের বিডিও রাহুল বিশ্বাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক রাজা দাস, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল সহ জেলা প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ও পুলিশ অফিসাররা। এদিন তালগ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে সচেতনতা শিবির আয়োজিত হয়। উপস্থিত গ্রামবাসীদের কাছে কুশমার তেতুলিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা কন্যা শিশু হত্যা এবং বাল্যবিবাহ রোধের প্রতিবাদে একটি নাটক মঞ্চস্থ করে। জেলা প্রশাসনের তরফ থেকে বাল্যবিবাহ রোধের একটি ভিডিও দেখানো হয় গ্রামবাসীদের। প্রসঙ্গত, এই গ্রামে গত শনিবার কন্যা শিশু জন্ম গ্রহণের অপরাধে আট দিনের সদ্যোজাত শিশুকন্যাকে কীটনাশক খাইয়ে হত্যা করার চেষ্টা করেছিল তার নিজের ঠাকুমা।

ঘটনায় শিশু কন্যাটি বর্তমানে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, শিশু কন্যাটির ঠাকুমা জেল হেফাজতে রয়েছে। গ্রামের বাসিন্দারা অনেকে জানিয়েছেন, ছেলে মেয়ে সবই তাদের কাছে সমান । একসঙ্গেই তাদের কে স্কুলে পাঠায় ও ভালোবাসার সঙ্গে বড় করে তুলছে তারা।