
মেদিনীপুর 13 ই নভেম্বর:
শীত পড়তেই বই মেলার আয়োজন মেদিনীপুর বই মেলা ও মৈত্রী উৎসবের।প্রায় ৯ দিন ব্যাপি এই মেলায় থাকছে ৯০ এর ওপর বইয়ের স্টল,থাকছে ৫০ জন এর ওপর কবিদের নিয়ে কবি সম্মেলন।মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মশত বর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসাবে এবারের মেলার থিম।

ডিজিটাল মিডিয়া নয় বরং বই পড়ে আনন্দ উপভোগ করুন এই বার্তা দিয়ে মেদিনীপুরের শুরু হতে চলেছে বইমেলা ও মৈত্রী উৎসব। মূলত এই বইমেলায় এবছর একাদশ তম বর্ষে পদার্পণ করলো। এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সেই বইমেলার যাবতীয় তথ্য তুলে ধরলেন বই মেলা কর্তৃপক্ষ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই বই মেলা চলবে ১৫ ই নভেম্বর থেকে ২৩ শে নভেম্বর পর্যন্ত। প্রায় ন’দিনব্যাপী এই বইমেলায় থাকছে এবারে প্রায় ৯৩ টি বইয়ের স্টল এর সঙ্গে অন্যান্য ষ্টল।পাশাপাশি এই কদিন থাকছে ৫০ জন কবিদের নিয়ে কবি সম্মেলন,গল্প লেখা প্রতিযোগিতা সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।মূলত এই বইমেলার এবারের থিম মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মশত বর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসেবেই অনুষ্ঠিত হতে চলেছে। এই কয়েক দিনের অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট অতিথি সহ মেদিনীপুরের বিধায়ক সাংসদ মন্ত্রীসহ বিশিষ্ট মানুষ জনেরা।বইমেলায় সকলকে আসার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মুকুল রঞ্জন রায়,কুনাল ব্যানার্জি,রতন কুমার গুহ সহ অন্যান্যরা।

এই বিষয়ে সম্পাদক কুণাল ব্যানার্জি বলেন,”আমাদের একাদশ তম বইমেলা শুরু হতে চলেছে ১৫ই নভেম্বর থেকে।এই কদিন মেলায় বই স্টলের।পাশাপাশি থাকছে অন্যান্য স্টল।এছাড়াও সন্ধ্যেবেলায় থাকছে,সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান সঙ্গে ৫০ জন কবিদের নিয়ে কবি সম্মেলন।

অন্যদিকে মুকুল রঞ্জন রায় বলেন,”বই কিন্তু অন্যান্য মিডিয়া গুলোর মতন নয়।বই পড়ে আলাদা আনন্দ আছে।বই পড়তে পড়তে মানুষের জ্ঞান অর্জন হয়।বই মানুষের মানসিক বিকাশের অন্যতম ইন্সট্রুমেন্ট।