
মেদিনীপুর 14 ই নভেম্বর:
সমীক্ষায় ঠিক! বিহারের ফলাফল NDA এর দখলে। পুনরায় বিহারে ক্ষমতায় বিজেপির আশায় খুশি জেলা বিজেপি। এদিন তারা গেরুয়া আবির মেখে মিষ্টি বিতরণ করে উৎসব পালন করল।সেইসঙ্গে রাস্তায় যাতায়াতকারী পথচারীদের মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

আগেই সমীক্ষা হয়েছিল আর তাতেই বিহারের ভোটে এগিয়েছিল বিজেপি জোট NDA, আর তাকে মান্যতা দিল বিহার। মূলত বিহারের নির্বাচনের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের রাজনৈতিক মহল। বিহারের নির্বাচনে দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা। কারণ বিহারের পর ২০২৬ সালে বিধানসভার নির্বাচন হতে চলেছে বাংলায়, গত ১৫ বছর ধরে এই বাংলায় ক্ষমতায় দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস।এর আগে বাম সরকার গত ৩৪ বছর ধরে বাংলার ক্ষমতা দখল করেছিল। এবার এই বাংলা দখল করতে চাইছে বিজেপি। কিন্তু কাঁটা সেই তৃণমূল। যদিও বিহারের নির্বাচনে বিজেপির জয়জয়কার আর তাতেই খুশি বাংলার বিজেপি মহল।এদিন সকাল থেকেই ভোটের রেজাল্ট বেরতেই দেখা যায় সব জায়গায় বিজেপি একের পর এক সিট জিতে চলছে।বিজেপির এই আবহাওয়ায় খুশি গোটা দেশের সঙ্গে জেলা বিজেপি এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, তারা ঢাক ঢোল বাদ্যযন্ত্র সহকারে সিপাই বাজারে জেলা পার্টি অফিসে হাজির হন।

গেরুয়া আবির মাখামাখি ফুল ছড়ানো সেইসঙ্গে লাড্ডু বিতরণ করেন বিজেপি নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। মেদিনীপুরের জেলা বিজেপি পার্টি অফিস সিপাই বাজারে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে গোটা রাস্তার মানুষকে তারা লাড্ডু বিলি করতে শুরু করেন। সেই সঙ্গে মাখিয়ে দেওয়া হয় গেরুয়া আবির।এইভাবে তারা বিহারের ফলাফল উৎসবের আকার পালন করলো।এই দিনের এই উৎসবের নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি সংকর গুছাইত ও তার কর্মীরা।

এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি নেতা সংকর গুছাইত বলেন,”একে একে আমরা উড়িষ্যা দখল করেছি, এবার বিহারেও আমরা ক্ষমতায় বজায় রাখলাম। আগামী ২০২৬-এর নির্বাচনে বাংলায় আমরা এই তৃণমূলের অপশাসন ছড়িয়ে বাংলা দখল নেব। বিহারের ফলাফলে আমরা খুশি আর তাই আজকে আমরা মিষ্টি বিতরণ করছি সে সঙ্গে আবির মাখিয়ে মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।