Ghatal Incident:জল ভেবে অ্যাসিডে জলে রান্না!খাবার খেয়ে শিশু সহ আশঙ্কা জনক ঘাটালের 6 জন

Share

ঘাটাল 25 সে নভেম্বর:

রান্না করতে গিয়ে অ্যাসিড জলকে স্বাভাবিক জল ভেবে অ্যাসিড জল দিয়ে রান্না করে ফেলল পরিবারের সদস্য আর যেই রান্না করা খাবার খেয়ে অসুস্থ শিশুসহ পরিবারের ৬ জন। এই ঘটনায় তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে কলকাতায় ভর্তি করা হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য।

খাবারের জল নয়,ভুল করে সেই অ্যাসিড জলকে খাবারের জল ভেবে রান্না করা করে ফেলল বাড়ির সদস্য আর তাতেই দুর্ঘটনা ঘাটালে।সেই অ্যাসিড দেওয়া রান্না করা খাবার খেয়ে ৩ শিশু সমেত একই পরিবারের ছয় জন অসুস্থ। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাদের চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হল কোলকাতায়। এই ঘটনা ঘটলো ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে।ঘটনা ক্রমে জানা যায় রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী পেশায় তামা রুপোর কারিগর। সেই সুবাদে বাড়িতে রাখা ছিল অ্যাসিড জল।রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করার সময় ভুলবসত জল ভেবে সেই পাত্রে রান্না করে ফেলে। এই ঘটনা ঘুণাক্ষরে কেউই টের পাননি। এরপর সেই খাবার পরিবেশন করা হয় বাড়ির সকল সদস্যদের মধ্যে।আর সেই খাবার খেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে পরিবারের সকলে।একই পরিবারের তিনটি বাচ্চা ও তিনজন।

বমি পায়খানা উপসর্গ দেখা দেয় তাদের। এই ঘটনা ঘটার পরই রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তার মধ্যে।একটি বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।পরে অবশ্য সংকটজনক অবস্থায় মোট ৬ জনকেই কে রবিবার রাতে কলকাতায় ট্রান্সফার করা হয়।এখন তারা চিকিৎসাধীন কলকাতার পিজিতে।এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মধাক্ষ পঞ্চানন মন্ডল বলেন, “সন্ন্যাসীবাবুর এক আত্মীয় ভুল করে বাড়িতে থাকা অ্যাসিড জলে ভাত,তরকারি রান্না করে খেতে দিয়েছিলেন।অসুস্থ হওয়ায় পর ঘটনা জানাজানি হয়। তারপরই তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পরিবারের সকলেই এই ঘটনায় আক্রান্ত।
যদিও অন্যদিকে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন।কীভাবে এই ঘটনা ঘটলো তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 

এই বিষয়ে পরিবারের এক সদস্য বলেন,”দিদি নতুন এসেছে,সে বুঝতে পারেনি।তাই রান্না করার সময় কোন কারনে জলের পরিবর্তে অ্যাসিড জল দিয়েই রান্না করে ফেলে। আর যে খাবার খেয়ে এই ঘটনা ঘটেছে। বাকিটা ওই বলতে পারবে আমি ঠিক জানি না।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in