Khargapur:রিয়েল টাইম যন্ত্র বসতে চলেছে শিল্প তালুকে!উদ্দেশ্য দূষণ রোধ

Share

খড়গপুর 27 সে নভেম্বর:

দূষণ রোধে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড়সড় উদ্যোগ নিতে চলেছে।রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্প পার্কগুলিতে করা হবে পরিবেশের রিয়েল-টাইম পর্যবেক্ষণ। থাকছে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রকল্পটি কার্যকর হলে শিল্পাঞ্চলের বায়ুর মান থেকে শব্দদূষণ—সব তথ্য মুহূর্তে মিলবে। দপ্তরের এক কর্তা জানান, শিল্প উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা এখন অত্যন্ত জরুরি। এই ব্যবস্থা রাজ্যের শিল্পাঞ্চলকে আরও নিরাপদ করবে।

দূষণ রোধে এবার কড়া হাতে দমন করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।বছরের শুরুতেই বসতে চলেছে রিয়েল টাইম যন্ত্র।সূত্র অনুযায়ী,প্রথম পর্যায়ে উত্তর ২৪ পরগনার মাণিকাঞ্চন সেজ়, কলকাতার পরিচয় পোশাক পার্ক, নৈহাটির ঋষি বঙ্কিম শিল্পোদ্যান এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পপার্কে এই ব্যবস্থা কার্যকর করা হবে।ওই চার জায়গায় বিভিন্ন রকমের শিল্প ইউনিট থাকায় ওই তালুকগুলিকেই বেছে নেওয়া হয়েছে।শিল্প উন্নয়ন নিগমের কর্তাদের দাবি, শিল্পতালুকগুলিতে বসানো হবে ক্লাউড-যুক্ত মনিটরিং ইউনিট, যা বাতাসে ক্ষুদ্র কণা, ধূলিকণা, বিভিন্ন ক্ষতিকর গ্যাসের ঘনত্ব এবং শব্দস্তর নির্ণয় করবে। পাশাপাশি, ধুলো ও ভাসমান কণা দ্রুত নিয়ন্ত্রণে থাকবেে বিশেষ প্রযুক্তি।এছাড়া প্রতিটি শিল্পতালুকের মেন গেটে থাকবে বড় আকারের ডিজিটাল ডিসপ্লে, যাতে রিয়াল-টাইম দূষণ মাত্রা দেখা যাবে।

ওই ডিসপ্লে বোর্ড থেকে সেখানকার শ্রমিক ও পার্কে আসা যে কেউ পরিবেশের অবস্থা বুঝে নিতে পারবেন। কোনও শিল্পপার্কে দূষণের মাত্রা হঠাৎ বেড়ে গেলে সঙ্গে সঙ্গে জরুরি বার্তা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পৃথক নীতিও তৈরি করা হচ্ছে। নিযুক্ত সংস্থাকে ছ’মাসের মধ্যে সব যন্ত্রপাতি বসানোর কাজ শেষ করার কথা জানানো হয়েছে। বেশির ভাগ যন্ত্রের ক্ষেত্রে ৩৬ মাসের রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সেগুলি সব সময়ে সচল থাকে।যদিও এই বিষয়ে পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সংবাদ মাধ্যমের কাছে জানান।

দীর্ঘমেয়াদি তথ্যভাণ্ডার তৈরিই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য,যার ভিত্তিতে শিল্পতালুকগুলিতে দূষণের প্রবণতা বোঝা যাবে।ভবিষ্যতের শিল্প সম্প্রসারণের পরিকাঠামো পরিকল্পনায় যা সাহায্য করবে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in