Vidyasagar University: রাজনারায়ণ বসুর জন্মের দ্বি-শত বর্ষ উদযাপিত আবহে বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে স্মারক বক্তৃতা

Share

মেদিনীপুর 28 সে নভেম্বর:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ নারায়ণ বসু স্মারক বক্তৃতা।আলোচনা সভার শুরুতে রাজ্য সঙ্গীত পরিবেশিত হয়।পরে সম্মিলিত অতিথিদের উপস্থিতিতে চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

তিনি এমন একটি স্মারক বক্তৃতা আয়োজনের জন্য ইতিহাস বিভাগকে ধন্যবাদ জানান। সুললিত কন্ঠে সভার প্রারম্ভিক বক্তব্য রাখেন এই আলোচনা সভার আহ্বায়িকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ‘বিদ্যাসাগর চেয়ার প্রফেসর’ অধ্যাপিকা কৌশিকী দাশগুপ্ত। “জাতীয়তার পিতামহ রাজনারায়ণ বসু”বর্তমান প্রেক্ষিতে প্রাসঙ্গিকতা’ শীর্ষক বিষয়ে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে। ড.মধুপ দে’র পরিচিতি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নির্মল মাহাতো। ঋষি রাজনারায়ণ বসু সম্পর্কে বিস্তারিত তথ্য সহযোগে প্রাঞ্জল ভাষায় বক্তব্য উপস্থাপিত করেন ড.মধুপ দে । আলোচনা শেষে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত,সায়েন্স বিভাগের প্রাক্তন ডিন ও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুব্রত দে,বিভাগের প্রাক্তনী শিক্ষক সুদীপ খাঁড়া প্রমুখ।

অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ভাবে সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ সৌরভ নস্কর।ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক শ্যামাপ্রসাদ দে।উপস্থিত ছিলেন বিভাগের ছাত্রছাত্রীরা ও স্কলাররা। উল্লেখ্য এবছর ভারতের জাতীয়তাবাদের পিতামহ ঋষি রাজনারায়ণ বসুর জন্মের দ্বি-শত বর্ষ উদযাপিত হচ্ছে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in