বাংলা কে ভাগ হওয়া থেকে রুখতে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির রাখি বন্ধন কর্মসূচী শহরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি,মেদিনীপুর শহর পৌর কমিটি উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব।এইদিন পঞ্চুরচকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তির পাদদেশে আজকের দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তি বর্গ।

মূলত ১৯০৫ সালে ১৬ই অক্টোবর আসাম ও পূর্ববঙ্গ নামে প্রদেশ গঠনের মাধ্যমে বাংলাকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। তার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়- সহ আরও অনেকের স্বাক্ষরিত বঙ্গচ্ছেদে রাখিবন্ধন শীর্ষক একটি ইস্তাহার প্রকাশিত করেন।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: দেবব্রত চ্যাটার্জী,নন্দদুলাল ভট্টাচার্য্য,ড: বিমল গুড়িয়া,ড: বাবুলাল শাসমল,আশিস মণ্ডল দীনেশ সরকার এবং মেদিনীপুর শহর পৌর কমিটির তিনটি পাঠদান কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা,অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ।


Share

dnews.in