ভগৎ সিং ফাউন্ডেশনের বস্ত্র উপহার দুঃস্থ মানুষদের!পুজোর উপহারে খুশি প্রাপকরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

হাতে মাত্র আর কটা দিন এরপরই শারদ উৎসবে মেতে উঠবে বাংলা সহ আপামর বাঙালি।পুজোর এই কটা দিনে নতুন জামা,নতুন শাড়ি,নতুন জুতো পরে ঠাকুর দেখবে আমজনতা। কিন্তু অনেকেই আছে দুঃস্থ মানুষ যাদের প্রতি বছর পূজোতে নতুন জামা কাপড় জোটে না।

সেরকম দুঃস্থ মানুষদের সাহায্যার্থে ভগৎ সিং ফাউন্ডেশন এই দিন অনুষ্ঠানে সামিল হয়।এইদিন প্রয়াত উত্তম গোপের (মামা) স্মরণে একটি স্মরণ সভা হয়।এরই সঙ্গে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হল এই দিন পঞ্চুরচকে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল শহরের বিশিষ্ট ব্যাক্তি বৃন্দ।এরই সঙ্গে ফাউন্ডেশনের সদস্যরা হাতে হাত লাগিয়ে বস্ত্র বিতরণ করেন।এইদিন মহিলা,ক্ষুদে পড়ুয়া মিলিয়ে মোট ৩০০ জনকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।পুরো অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের কর্মকর্তা কুন্দন গোপ।


Share

dnews.in