Bimal Dasgupta:বিপ্লবী বিমল দাশগুপ্তর 115 তম জন্মদিন পালন মেদিনী পুর সমন্বয় সংস্থা ও মেদিনীপুর ডট্ ইন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরের বিপ্লবী বিমল দাশগুপ্তের জন্মদিন পালন হল শ্রদ্ধার সাথে।মেদিনীপুর সমন্বয়ে সংস্থা সঙ্গে মেদিনীপুর ডট ইনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এইদিন।এইদিন মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুলের মাঠ সংলগ্ন স্থানে বিপ্লবী বিমল দাশগুপ্তের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন বিমল দাশগুপ্তের ছেলে রণজিৎ দাশগুপ্ত সহ অন্যান্যরা।

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সোমবার স্বাধীনতা সংগ্ৰামের অগ্নিযুগের বীর বিপ্লবী,বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য তথা মেদিনীপুর শহরের বীর সন্তান বিমল দাশগুপ্তের ১১৫ তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হলো।এদিন সকালে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুলের মাঠ সংলগ্ন স্থানে বিপ্লবী বিমল দাশগুপ্তের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন বিমল দাশগুপ্তের ছেলে রণজিৎ দাশগুপ্ত।পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর বরিষ্ঠ সদস্য অধ্যাপক জগবন্ধু অধিকারী,ইউনিটের সহ-সভা পতিদ্বয় অমিতাভ দাস,সবিতা মান্না,ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া সহ-সম্পাদকদ্বয় তারাপদ বারিক,দেবী প্রসাদ নন্দী,কার্যনির্বাহী সমিতির সদস্য সুদীপ কুমার খাঁড়া,ডাঃ অসীম কুমার মাইতি,শঙ্কর চন্দ্র সেন দেবজিত জানা,ইউনিট সদস্য প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক অনাদি কুমার জানা,ইউনিটের কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস সহ অন্যান্যরা।

পাশাপাশি এদিন বিমল দাশগুপ্ত স্মৃতি সমিতির পক্ষ থেকেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক জগবন্ধু অধিকারী,পঞ্চানন প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।পাশাপাশি সমাজকর্মী অরিন্দম ভৌমিকের উদ্যোগে মেদিনীপুর ডট্ ইনের পক্ষ থেকে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।


Share

dnews.in