নিজস্ব প্রতিনিধি,গোলাপি চক:
ধর্মঘটে শেষ পর্বে বাস ভাঙচুর মেদিনীপুরে।অভিযোগ এদিন কুমারী বাজার থেকে মেদিনীপুরে একটি বাস প্রবেশ করলেই সেখানে জনা পাঁচেক দুষ্কৃতী মুখের কালো কাপড় ঢেকে এসে ভাঙচুর চালায়।যদিও অভিযোগের তীর বিজেপির দিকে।এই ঘটনায় স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মেদিনীপুরের কোতোয়ালি পুলিশ।
গতকাল নবান্ন অভিযানে পুলিশি অত্যাচার এবং পুলিশের আক্রমণের বিরুদ্ধে বারো ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি।আর সেই ঘটনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়লো পশ্চিম মেদিনীপুর জেলায়।বিক্ষিপ্ত ঘটনার পাশাপাশি এক প্রস্থ বাস ভাঙচুর হল মেদিনীপুর সদরের খয়রুল্লা চকের গোলাপি চকে।এদিন কেশপুর কুমারি বাজার থেকে তুফান নামক একটি বাস মেদিনীপুর শহরে প্রবেশ করে গোলাপি চকের কাছাকাছি এলে সেই সময় জনা পাঁচজন দুষ্কৃতী মুখে কাপড় মুখে কাপড় বেঁধে আক্রমণ চালায় এই বাসের উপর।প্রথমে ঢিল ছোঁড়া হয়, এরপর লোহার রড দিয়ে ভাঙচুর করা হয় বাসের সামনের কাঁচ।এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।বাস ড্রাইভার ও হেলপার আতঙ্কে বাস দাঁড় করিয়ে দেয়।আর সেই মুহূর্তেই তারা আক্রমণ চালায় এ বাসের উপর।যদিও এই ঘটনায় কাঁচের টুকরো লেগে আক্রান্ত হন বাসের ড্রাইভার।এরপর দুষ্কৃতীরা বাইকে করেই পালিয়ে যায়। যদিও এই ঘটনার অভিযোগ বিজেপির দিকে।ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের পদস্থ আধিকারিকরা।
তারা খতিয়ে দেখে তদন্ত শুরু করে।ইতিমধ্যে স্থানীয় দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।যদিও সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই জনা পাঁচেক দুষ্কৃতী মুখে কাপড় বাঁধা অবস্থায় বাসে আক্রমণ চালাতে।তবে এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পারেনি কাউকে।