নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
অবশেষে মৃত্যু ঘটলো এক কমরেডের।আর জীবন থেমে গেল মাত্র ৮২ বছর বয়সেই।গতকাল মেছগ্রামে মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে মৃত্যু ঘটলো এই জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির।হরে কৃষ্ণ সামন্ত ছিলেন এই পশ্চিম বঙ্গ সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্যও।
গতকালই খবর এসে পৌঁছেছে,খবর এসে পৌঁছেছে সন্ধ্যে রাত নাগাদ।ঘড়িতে প্রায় সাড়ে আটটা নাগাদ এই মৃত্যুর সংবাদ এসে পৌঁছেছে সিপিআইএম পার্টি অফিস এবং তার পরিবার পরিজনদের কাছে।মাত্র ৮২ বছর বয়সে চলে গেলেন কমরেড।এই কমরেডের জীবনী ছিল যথেষ্ট দূরদর্শিতা এবং ধৈর্য সঙ্গে সংগ্রামে পরিপূর্ণ। পতাকা নিয়ে মিছিলে হেঁটে উঠে আসা এই সিপিআইএম নেতা একসময় জেলা পরিষদের সভাধিপতি হিসেবে ও দায়িত্বভার সামলেছেন।একটা সময় লাল দুর্গ কে প্রতিষ্ঠা করতে নিজের জীবন সমর্পণ করেছিলেন।
তিনি তার ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন এবং দক্ষতার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন।তাছাড়াও মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্যও ছিলেন।তিনি বার্ধক্য জনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ভুগছিলেন।এরপর মেছ গ্রামের একটি হাসপাতালে তিনি ভর্তি থাকা অবস্থায় মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সবং এ বসবাসকারী এই কমরেড মৃত্যুকালে রেখে গেলেন ছেলেমেয়ে,জামাই এবং নাতি-নাতনিদের। কমরেডের মৃত্যুর পরই সোশ্যাল মাধ্যমে শোকবার্তা জ্ঞাপন করছে বামেরা।