নিজস্ব প্রতিনিধি,পিংলা:
যত নির্বাচন এগিয়ে আসছে ততই মুখ খুলছেন অভিনেতা দেব।এখন তিনি সরাসরি বিজেপি এবং বিজেপি নেতার বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন।এদিন পিংলা নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বলেন আগে কারের বাচ্চাদের মধ্যে ধর্ম নিয়ে মাতামাতি ছিল না।এখন চতুর্থ শ্রেণির ক্লাসের ছাত্রদের মধ্যেও ধর্ম নিয়ে বেশ সচেতন রয়েছে।এই দোষ শুধু রাজনীতির নয় বরং সবার।
মূলত পিংলা তে নির্বাচনী প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই প্রচারের মঞ্চে উপস্থিত হয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব।এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখেন এই প্রার্থী খোদ নিজে।দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন এখন কারের রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে।কে কি খাচ্ছে,কে কি পরছে,কে কি ধর্মীয় উপাসনা করছে সেগুলি নিয়ে।তিনি ছোটবেলার বর্ণনা দিতে গিয়ে বলেন এখনকার স্কুলেও ধর্মীয় কালচার চলে এসেছে।আমাদের সময় তখন ছিল না।আমাদের পাশে কোন ধর্মের ছেলে বসবে বা কোন ধর্মের মেয়ে বসবে বা আমারা ঈদে অথব পুজোর অনুষ্ঠানে যাব কিনা তা ভেদাভেদ ছিল না।কিন্তু এখনকার এর ফোর্থ,সিক্স,সেভেন,এইট,নাইন স্ট্যান্ডার্ড বাচ্চাদের মধ্যেও ধর্মের প্রভাব লক্ষ্য করা গেছে। এখন কারের বাচ্চারা বোঝে কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত না।এর জন্য দায়ী শুধু রাজনীতি না বরং আমরা সবাই। কারণ যারা ধর্মের রাজনীতি করে তাদের হাতকে আমরা শক্ত করছি। দেব এও বলেন এবারে কিন্তু সেটা করতে দেওয়া যাবে না। যে মানুষকে বাঁচিয়ে রাখবে,তাদের হাত আমরা শক্ত করব,ভোট দেব।
প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুর নির্বাচনী সভার দ্বিতীয় দিনে এদিন পিংলাতে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী খোদ নিজে।মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চে ছিলেন প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। সেই মঞ্চে বক্তব্য রাখা শুরুতেই ঘাটালের প্রাক্তন সাংসদ এই মন্তব্য করেন।