
আনন্দপুর 21 সে ডিসেম্বর:
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দপুর উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মোট দেড় হাজার পরীক্ষার্থীর মধ্যে আড়াইশো জনকে এদিন তাদের মেধার উপর পুরস্কার বিতরণ করা হয়।শিক্ষা বন্ধু স্বরূপ পান, সংস্থার সভাপতি মলয় রায়,পলাশ মণ্ডল,এলাকার বিশিষ্ট শিক্ষক বিপ্লব সরকার সহ বিশিষ্টজনেরা এই পুরস্কার গুলি তুলে দেন তাদের হাতে।

আনন্দপুর উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিচালিত শহীদ ক্ষুদিরাম বসু মেধা অন্বেষণ পরীক্ষা-র পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো সাফল্যের সঙ্গে।মূলত চলতি বছরে এই পরীক্ষায় প্রায় ১৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রতি শ্রেণি থেকে সেরা ১০ জন করে পরীক্ষার্থী এবং ৫০ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।সব মিলিয়ে মোট ২৫০ জন পরীক্ষার্থী এই অনুষ্ঠানে সম্মানিত হয়।
অনুষ্ঠানে প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীকে দুটি করে চারা গাছ,শংসাপত্র,মেডেল,মেমেন্টো ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।এই পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে শিক্ষা বন্ধু স্বরূপ পান, সংস্থার সভাপতি মলয় রায়,পলাশ মণ্ডল,এলাকার বিশিষ্ট শিক্ষক বিপ্লব সরকার,বিবেকানন্দ সিনহা মহাপাত্র,বিপ্লব কোলে,সিদ্ধার্থ শংকর পন্ডিত,তাপস ধুল্যা,শুভাশিস পান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

অতিথিরা তাঁদের বক্তব্যে ছাত্রছাত্রীদের মেধা বিকাশ, নিয়মিত অধ্যবসায় এবং সামাজিক দায়িত্ববোধের উপর গুরুত্ব আরোপ করেন।এই পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়।