
মেদিনীপুর 13 ই সেপ্টেম্বর:
এবার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা গানের রূপ।দীর্ঘ প্রায় ৭৫ বছর পর বিশিষ্ট সুরকার বিশ্বেশ্বর সরকার সুরারোপিত,সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘উদ্যোগ’কবিতাটি গানের রূপ নিয়ে প্রকাশ পেল।গানটির সঙ্গীতায়োজনে আছেন কিংশুক রায় এবং গ্রন্থনায় আছেন তাপস সিনহা।সঙ্গীত শিল্পীর আশা,পূজার মরসুমে আরো জনপ্রিয় হবে।

দীর্ঘ প্রায় ৭৫ বছর পর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে তাঁর কবিতা গানের রূপ নিয়ে মানুষের মাঝে ফিরে এল। তাঁর লেখা তিন চারটি গান প্রকাশিত হয়েছিল। সলিল চৌধুরী সুরারোপিত ‘রানার’ অবাক পৃথিবী, ঠিকানা’ এই গান গুলো ১৯৪৮ থেকে ১৯৫০ এর মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে মুক্তি পায়।তারপর দীর্ঘ প্রায় ৭৫ বছর পর কয়েকদিন আগে বিশিষ্ট সুরকার বিশ্বেশ্বর সরকার সুরারোপিত, সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘উদ্যোগ’কবিতাটি গানের রূপ নিয়ে প্রকাশ পেল। গানটি গেয়েছেন মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের পরিচিত শিল্পী আশিস সরকার।কবিতার মধ্যে যে যুক্তাক্ষর আছে, যা সুর তৈরী করার ক্ষেত্রে অন্তরায় হয় সে গুলি অত্যন্ত সুচারু ভাবে কাজে লাগিয়েছেন সুরকার,অসাধারণ। প্রসঙ্গত,উল্লেখ্য ১৯৭৭ সালের ১৬ ই আগস্ট কবির জন্মদিন উপলক্ষে পরিবেশিত হয়েছিল, মূলত এই অনুষ্ঠানের জন্যই বিশ্বেশ্বর বাবু গান টির সুর করেছিলেন বলে জানা যায়।ভারতীয় গণনাট্য মেদিনীপুর শাখা এই অনুষ্ঠানের আয়োজক ছিল।

তার প্রায় ৪৮ বছর পরে গান টি রেকর্ড হল।ইতিমধ্যেই গান টি মাইকে বাজতে শুরু করেছে,সোস্যাল মিডিয়াতেও হাজার হাজার ভিউস আসছে।গানটির সঙ্গীতায়োজনে আছেন কিংশুক রায় এবং গ্রন্থনায় আছেন তাপস সিনহা।গানটি সংগ্রহে রাখার মত হয়েছে নিঃসন্দেহে তা বলা যেতে পারে। সঙ্গীত শিল্পীর আশা,পূজার মরসুমে আরো জনপ্রিয় হবে।