Alokmanjari Programme:বীথিকার উদ্যোগে প্রথম বার্ষিক অনুষ্ঠান “আবৃত্তির আলোক মঞ্জরী’ অনুষ্ঠিত মেদিনীপুরে

Share

মেদিনীপুর 6 ই নভেম্বর:

আবৃত্তি শিল্পী সায়রী অধিকারী পরিচালিত মেদিনী পুরের সুপরিচিত আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণ কেন্দ্র বীথিকা’র প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুরে।আবৃত্তির আলোক মঞ্জরী অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র নিলয় সভাগৃহে।এই অনুষ্ঠানের শুরুতে বীথিকার কলাকুশলীরা নৃত্য, সংগীত, ইংরেজি, সংস্কৃত এবং বাংলা ভাষ্যের মাধ্যমে পরমেশ্বরের কাছে সবকিছু শুভ হওয়ার প্রার্থনা জানিয়ে পরিবেশন করে “অসতো মা সদগময়”।

মূলত এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী জয়ন্ত সাহা,ছিলেন বিশিষ্ট বাচিক দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল,নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল,ছিলেন বীথিকার কর্ণাধার সায়রী অধিকারীর গুরুমা সুতনুকা মিত্র মাইতি,মেদিনীপুর পুরসভার কাউন্সিলর মা সুসময় মুখার্জী,রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উদ্বোধনী পর্বে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদনের পরে প্রতিষ্ঠানের নামের অর্থ মাথায় রেখে চারা গাছে জল দানের মাধ্যমে সকলের কাছে এক সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হয়। উদ্বোধনী পর্বের পরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় প্রত্যেকে পরীক্ষা বর্ষ থেকে প্রথম স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।এছাড়াও অন্যান্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।পুরস্কার বিতরণীর পরে ছোট থেকে বড় সকল ছাত্র-ছাত্রী “আবৃত্তির আলোক মঞ্জরী”র মঞ্চ তাদের সুমধুর কণ্ঠস্বরে এবং স্পষ্ট উচ্চারণে আলোকিত করে তোলে।

তাদের নিবেদনে ছিল ছোটদের রবীন্দ্রনাথ, আধো কণ্ঠে সুকুমার, প্রচলিত ছড়ার ছড়াছড়ি,শিশু কন্ঠে ভবানী প্রসাদ,ছন্দে সুরে সত্যেন্দ্রনাথ,আমাদের সহজ পাঠ, আমাদের নজরুল,সরল ছন্দে সরল দে, গদ্যে পদ্যে সুকুমারের মতো একাধিক কবিতা কোলাজ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষকে মাথায় রেখে অভিভাবিকারা সমবেত কন্ঠে পরিবেশন করেন সুকান্ত ভট্টাচার্যের “ছাড়পত্র” কবিতাটি। অনুষ্ঠানের শেষ লগ্নে অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে অনুষ্ঠানের মূল আকর্ষণ নৃত্য, ইংরেজি ভাষ্য,বাংলা কবিতা এবং নাটক সহযোগে স্বল্প পরিসরের বিশেষ নিবেদন “কবিতা আলেখ্য -বিকর্ণ”।সব মিলিয়ে ছন্দে সমারোহে কবিতা যাপনে এক আনন্দ সন্ধ্যা মেদিনীপুর বাসী উপহার পায় বীথিকা আবৃত্তি সংস্থার পক্ষ থেকে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার গুরুদায়িত্ব পালন করেন মেদিনীপুরের বাচিক শিল্পী মৈথিলী ঘোষ।

অনুষ্ঠানের শেষে বীথিকার পক্ষ থেকে কর্ণধার সায়রী অধিকারী,সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in