Blood camp: মায়ের 14 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির আয়োজন ছেলের!দেড়শ জন রক্তদান করলেন স্বেচ্ছায়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন ছেলের। মেদিনীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর ১৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে রক্তদান শিবিরে রক্তদান করলেন প্রায় ১৫০ জন রক্ত দাতা।এদিনের রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন কাউন্সিলর চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা।

এইদিন ছিল মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর ১৪ তম মৃত্যুবার্ষিকী।সেই দিনটিকে স্মরণ করতে প্রয়াত প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর স্মরণে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দেবী চক্রবর্তি স্মৃতি ভবনে।এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে দিন শেষে প্রায় দেড়শ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গি,মেদিনীপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ পৌরসভার চেয়ারম্যান।এছাড়াও উপস্থিত হয়েছিলেন শহরের গণ্যমান্য বিশিষ্টজনেরা। প্রসঙ্গত উল্লেখ্য,২০১২ সালে ২৮ মে আজকের দিনে একটি পথ দুর্ঘটনায় নাতি,বৌমা সহ প্রাণ হারান মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তী। একদিকে এই দু নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ছিলেন যেমন সুদক্ষ কাউন্সিলর তেমনি এলাকায় বিশেষ পরিচিত মুখ।তাঁর সময় ওয়ার্ডের বিশেষ উন্নতি সাধন ঘটে। কিন্তু এক পথ দুর্ঘটনায় অকালেই হারিয়ে যায় তিন তিনটি তরতাজা প্রাণ।

তাঁর অকাল প্রয়াণকে স্মরণীয় রাখতে দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগ প্রতি বছরের মতো এবছরও তাঁর স্মৃতি চারণার মধ্য দিয়ে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। যদি রক্তদান শিবির এ বছর প্রথম নয় প্রায় ১৩ বছর ধরে হয়ে আসছে এই শিবির। এইদিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন তাঁর একমাত্র পুত্র নির্মাল্য চক্রবর্তী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in