
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
নিম্নচাপের ভ্রুকুটিকে বুড়ো আঙুল দেখিয়ে,পূর্ব মেদিনীপুরের দীঘাতে আয়োজিত তিন ম্যাচের ক্রিকেট সিরিজে ৩-০ তে জিতে ফ্রেন্ডশিপ কাপ- ২০২৫- নিজেদের দখলে আনলো পশ্চিম মেদিনীপুর ক্রিকেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এম.সি.এফ)।

মূলত এইদিন দীঘা ক্রিকেট কোচিং সেন্টারের উদ্যোগে অনূর্ধ্ব -১৪ এর তিনদিনের এই ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়।এই নিম্নচাপের কড়া সতর্কবার্তা থাকা সত্ত্বেও খেলার প্রতি অদম্য উৎসাহ ও ভালোবাসা দুই দলের খুদেদের হাজির করায় মাঠে। মেঘ বৃষ্টির লুকোচুরিতে কিছুটা বিঘ্নিত হলেও তিনদিনই খেলা চালিয়ে যায় খুদেরা।ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিনটি ক্ষেত্রেই প্রতিপক্ষ দলের থেকে নিজেদের সেরা প্রতিপন্ন করে মেদিনীপুর শহরের এম সি এফ-এর খেলোয়াড়রা। প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও তৃতীয় তথা শেষ ম্যাচটি যে তারা হালকা ভাবে নেয়নি। ৬ উইকেটে ৩০৮ স্কোরটিই তার পরিচায়ক।তৃতীয় ম্যাচে মাত্র ৮০ বলে ১০০ রানের নট আউট থেকে একটি চোখ জুড়ানো ইনিংস খেলেন এম সি এফ-এর শেখ মিজানুর রহমান।তিনটি ম্যাচে যথাক্রমে অমিত সিং,দীপন গাঙ্গুলী ও শেখ মিজানুর রহমান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

দলের অন্যান্য সদস্যরাও প্রতিযোগিতায় ভালো খেলে দলকে জয়ের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করেন।এই সিরিজের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সেঞ্চুরির অধিকারী শেখ মিজানুর রহমান।সেরা ফিল্ডারও নির্বাচিত হন মিজানুর।৩টি ম্যাচে ৬টি উইকেট নিয়ে বেষ্ট বোলার হন দীপন গাঙ্গুলী।ম্যান অফ দ্যা সিরিজও হন দীপনই।বেষ্ট কিপার হন রীত দাস।এই প্রসঙ্গে এম সি এফ এর প্রধান কোচ প্রাক্তন ক্রিকেটা সুশীল শিকারীয়া এবং চ্যাম্পিয়ন দলটির কোচ ঋক কুমার রায় চৌধুরী দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।পাশাপাশি ভবিষ্যতে যাতে তারা আরও ভালো খেলতে পারে তার জন্য তাদের,খেলার প্রতি আরও যত্নশীল ও আরও পরিশ্রমী হতে বলেছেন।এই সিরিজ জয়লাভে এম সি এফ-এর প্রতিটি সদস্য খুব খুশী।প্রথমে কোলকাতার মাঠে যুবরাজ সিং- এর অ্যাকাডেমীতে ওয়াইএসসিই কাপ ও পরে দীঘায় ফ্রেন্ডশিপ কাপ ২০২৫ জিতে এম সি এফ এর প্রাণশক্তিতে ভরপুর খুদেরা এখন বেশ খোশমেজাজে রয়েছে।