Digital Census:দেশে প্রথম ডিজিটাল জন গণনা!11,718 কোটি বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রীসভায়

Share

মেদিনীপুর 12 ই ডিসেম্বর:

হাউসিং এনলিস্টিং এবং পপুলেশন এনিউমারেশন নিয়ে শুরু হচ্ছে ডিজিটাল আদমশুমারির কাজ।এইদিন ২০২৭ সালের আদমশুমারির জন্যে বাজেট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আদমশুমারির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১,৭১৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে।

দীর্ঘদিন পর ফের দেশে শুরু হচ্ছে আদমশুমারির কাজ।এই প্রথম ডিজিটাল জনগণনার কাজ করবে কেন্দ্র।এইদিন এই বিষয়ে যাবতীয় তথ্য দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এই বিষয়ে এইদিন অশ্বিনী জানান, ভারত ১৫০ বছরেরও বেশি সময় ধরে আদমশুমারির রেকর্ড সংরক্ষণ করে আসছে ডাটাবেসের ধারাবাহিক তা এবং গুরুত্বের উপর জোর দিয়ে। ২০২৭ সালের আদমশুমারি হবে ভারতের ১৬ তম এবং স্বাধীনতার পরে থেকে অষ্টম আদমশুমারি। ১৯৪৮ সালের আদমশুমারি আইন এবং ১৯৯০ সালের আদমশুমারি বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড।তিনি এও বলেন দুটি ধাপে হবে জন গণনা।প্রথম ধাপ: এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ি তালিকা ভুক্তকরণ এবং আবাসন গণনা চলবে। ৩০ দিনের মধ্যে এই কাজ করতে হবে। সংশ্লিষ্ট রাজ্য তাদের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবে।

দ্বিতীয় ধাপ: এর পরে জনসংখ্যা গণনা (PE) ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যদিও লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চলে, প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে জনগণনা ২০২৬ সালের সেপ্টেম্বরে সম্পন্ন হবে।এই প্রথম দেশে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ক্ষেত্রেই) মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। CMMS পোর্টালের মাধ্যমে রিয়েল টাইমে জনগণনা পর্ব পর্যবেক্ষণ করা হবে। এ বার ‘House listing Block Creator web map tool’-এর ব্যবহার এবং সেলফ এনিউমারেশনের ব্যবস্থাও রাখা হচ্ছে।দেশে শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। এর পরে কোভিডের কারণে ২০২১ সালে জনগণনার কাজ বন্ধ ছিল। ২০২৬ সাল থেকেই সেই কাজ শুরু হচ্ছে।

এ দিন মন্ত্রী জানান, সঠিক, স্বচ্ছ তথ্য তুলে ধরার জন্যে এ বারের জনগণনায় সব রকম পদক্ষেপ করা হচ্ছে। এই জনগণনার দ্বারা স্বচ্ছ ভাবেই দেশের নাগরিকের সংখ্যা বোঝা যাবে বলে বলে মত কেন্দ্রমন্ত্রীর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in