
নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:
গুটি গুটি পায়ে ৭৫ তম বর্ষে পদার্পণ গোপীবল্লভপুর আশুই গ্রামের শীতলা মায়ের মন্দিরের পূজা।আর এই বর্ষপূর্তি উপলক্ষ্যে জাঁকজমক ভাবে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে মায়ের মূর্তি প্রতিষ্ঠা।পুজোর এই কটা দিন মেতে উঠল গ্রামের কয়েক হাজার মানুষজন।

গোপীবল্লভপুরে আশুই গ্রামের শীতলা মায়ের মন্দিরের ৭৫ তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হল।এদিন ২০ জন মহিলা ঢাকি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা,গ্রামবাসী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মূর্তি প্রতিষ্ঠা হয়।এই আশুই গ্রামের শীতলা মায়ের মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে ১১৮ জন মহিলা শোভাযাত্রা সহকারে সুবর্ণরেখা নদী থেকে জল এনে মূর্তি ও মন্দির শুদ্ধিকরণ করেন।তারপর নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়।এই উপলক্ষে দুদিনের নাম-যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী এবং গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় সহ অন্যান্যরা।

এই কর্মসূচি সম্পর্কে আয়োজক সনাতন দাস জানান, ‘মন্দিরে মায়ের নিত্য পূজা প্রচলন রয়েছে।আগে মায়ের মূর্তি খানিকটা ভেঙ্গে যাওয়ার কারণে নতুন পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হল।”