
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গুটি গুটি পায়ে প্রায় ১৫ বছরে পদার্পণ করলো মেদিনীপুরের প্রথিতযশা নৃত্য একাডেমি লাস্য ডান্স একাডেমী।এদিন প্রদ্যুৎ স্মৃতি সদনে কচিকাঁচারা সহ এই একাডেমীর কর্ণধারেরা আয়োজন করলেন তাদের বিশেষ অনুষ্ঠান আজকের চিত্রাঙ্গদা। রঙিন মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নিল সংস্থার শতাধিক কচিকাঁচারা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কে সামনে রেখে মেদিনী পুর শহরে প্রদ্যুৎ স্মৃতিভবনে অনুষ্ঠিত হয়ে গেল মেদিনীপুর শহরের নৃত্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য মাইতির লাস্য ডান্স একাডেমীর বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠান, “লহ প্রণাম।”এদিনের এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মেদিনীপুর জেলার উপজেলা শাসক মৃদুল শ্রীমানি।এই মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী জয়ন্ত সাহা,বিদ্যুৎ পাল,বিশিষ্ট কবি নির্মাল্য মুখোপাধ্যায় সহ মেদিনীপুর শহরের বহু গুণীজন ও সমাজ সেবীগন।এই অনুষ্ঠানে সংস্থার নিজস্ব ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন চিত্রাঙ্গদা।সংস্থার এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ তম বর্ষে পদার্পণ করল।এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী শুভানুধ্যায়ী অভিভাবক অভিভাবিকা বৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।খুব কম সময়ের প্রস্তুতিতে সংস্থার পরিচালিকা বিশিষ্ট নৃত্যশিল্পী মাননীয়া তপস্বিনী ভট্টাচার্য মাইতি এই পুরো অনুষ্ঠানটি উপস্থাপিত করেন যা উপস্থিত সবার অভূতপূর্ব প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে সংস্থার তরফে ইন্দ্রনীল মাইতি বলেন,”সংস্থার গুটিগুটি পায়ে ১৫ বছরের পদার্পণ করলো।তাই বাৎসরিক অনুষ্ঠান সেইসঙ্গে কবিগুরু ও বিদ্রোহ কবি কে সম্মান জানানোর জন্য আজকের সংস্থার তরফ থেকে এই লহ প্রণাম অনুষ্ঠানের আয়োজন।যেখানে এই একাডেমির কচিকাঁচারা নৃত্য গীত এবং আজকের চিত্রাঙ্গদার মধ্য দিয়ে তুলে ধরেছে তাদের প্রতিভা।