Football Tournament: ধর্মীয় উন্মাদনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দিতে চন্দ্রকোনার মহেশপুরে ফুটবল খেলা

Share

মহেশপুর 22 সে ডিসেম্বর:

ধর্মীয় উন্মাদনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দিতে চন্দ্রকোনার মহেশপুরে ফুটবল প্রতিযোগিতা সম্প্রীতি কাপের আয়োজন।খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু আফরিন জাবি থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-উপপ্রধান।

গোটা দেশ বিদেশ এবং বিশ্বজুড়ে যখন ধর্মীয় উন্মাদনা তখন সম্প্রীতির বার্তা দিতে ফুটবল খেলার আয়োজন। এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায়।মূলত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর হাইস্কুল ফুটবল মাঠে ২২ থেকে ২৪ ই ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে মহেশপুর ডঃ জাকির হোসেন স্মৃতি সংঘ। স্থানীয় থেকে ভিন জেলার বিভিন্ন টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। আজ টুর্নামেন্টের শুভ উদ্বোধন , চুড়ান্ত পর্যায়ের অর্থাৎ ফাইনাল খেলা সম্পন্ন হবে ২৪ ডিসেম্বর। খেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও উৎপল পাইক, ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার,উপপ্রধান মনাজুর মোল্লা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

মহেশপুর ডঃ জাকির হোসেন স্মৃতি সংঘের আয়োজনে মহেশপুর হাইস্কুল ফুটবল মাঠে বিগত কয়েকবছর ধরে আয়োজিত হয়ে আসছে এই সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট।প্রতিবছর ২১ তম ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মহেশপুর হাইস্কুল মাঠে তিলধারণের জায়গা থাকেনা ফুটবল প্রেমীদের,এই খেলা দেখতে দুরদুরান্ত থেকে হাজার হাজার ফুটবল অনুরাগী ভিড় জমায়,একবছরও তার ব্যতিক্রম হয়নি । প্রত্যন্ত গ্রাম একটি মফস্বল এলাকায় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এতসংখ্যক মানুষের ভিড় ও উন্মাদনা বিরল।আয়োজকরা জানাচ্ছেন,দুরদুরান্তের টিম যেমন অংশ গ্রহণ করে তেমনই বিভিন্ন টিমে ভিনদেশী খেলোয়াড়রাও অংশ নেয় আর সবমিলিয়ে প্রতিযোগিতা জমজমাট হয়ে উঠে।ফুটবল টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ বিশালাকার ট্রফি ও পুরষ্কার অর্থ।আয়োজকরা জানান,৬ লক্ষ টাকার এক বিরাট ফুটবল ধামাকা এই সম্প্রীতি কাপ।

সেমিফাইনালে অংশ নেওয়া চারটি টিমের মধ্যে যেদুটি টিম পরাজিত সেই দুই টিমকে ৫০ হাজার টাকা করে অর্থ পুরষ্কার সাথে ট্রফি তুলে দেওয়া হবে আর ফাইনালে জয়ী টিমকে ৩ লক্ষ টাকা ও ট্রফি এবং পরাজিত টিমকে ২ লক্ষ টাকা অর্থ পুরষ্কার ও ট্রফি প্রদান করা হবে।”চন্দ্রকোনা ছাড়িয়ে বর্তমানে জেলাতেও নাম কুড়াচ্ছে মহেশপুরের এই ফুটবল টুর্নামেন্ট সম্প্রীতি কাপ।

এই বিষয়ে আফরিন জাবি বলেন,”আমাদের শুধু লড়াই করেন আমাদের লড়াই মাঠে। আমি বলবো শুধুই। মেসিকে নিয়ে উন্মাদনা নয়, সেই সঙ্গে এই গ্রাউন্ডে খেলে নিজেদের শরীর সুস্থ রাখুন। কারণ শরীর সুস্থ থাকলে সবই সুস্থ থাকে।পাশাপাশি তিনি এও বলেন এই ধরনের সম্প্রীতি ফুটবল খেলা সম্প্রীতির বার্তা দিবে গোটা দেশবাসীকে।

এই বিষয়ে ক্লাব কর্তা মিজাবুর রহমান বলেন,”১৯৬৯ সাল থেকে আমাদের এই ক্লাব গঠিত হয়েছে।তারপর থেকেই চলছে আমাদের খেলাধুলা এবং অনুষ্ঠান। আমাদের উদ্দেশ্য হলো গোটা জেলাবাসী এবং দেশবাসীর মধ্যে সম্প্রীতি বজায় থাকে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in