Midnapore Poursava: ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী মেদিনীপুর পৌরসভা!রাস্তার ধারে আলমারি তুলল পৌরসভা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ফুটপাত দখলমুক্ত অভিযানে নামলো মেদিনীপুর পুরসভা।মেদিনীপুর শহরের ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন,তাদের বিরূদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ মেদিনীপুর পুরসভার।

শহরের ব্যস্ত বহুল এলাকাগুলো যাতে ফুটপাত দখল করে কোন রকম যানজট সৃষ্টি না হয় তাই সেসব এলাকা দখল মুক্ত করতে উদ্যোগী হল মেদিনীপুর পুরসভা।শহরের কেরানিতলা থেকে জর্জকোর্ট রোডে এক ফার্নিচার মেরামত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে চালিয়ে যাচ্ছিল ব্যবসা।শুক্রবার সেই ব্যবসায়ীর দোকানে হানা দেয় মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সহ পৌর আধিকারিকরা। ফুটপাতে ঘিরে থাকা বেশকিছু ফার্নিচার বাজেয়াপ্ত করা হয় পুরসভার তরফে।এরপরই ব্যবসায়ী আর ফুটপাত দখল করে ব্যবসা না করার মুচলেকা দিয়ে তার ফার্নিচার বাজেয়াপ্ত না করার আবেদন জানালে সেইসব ফার্নিচার ফিরিয়ে দেওয়া হয়।

মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারন মানুষের হাঁটাচলার সুবিধার্থে শহর জুড়ে ফুটপাত তৈরী করা হয়েছে।কিন্তু একাংশ ফুটপাত ব্যবসায়ীদের জন্য বর্তমানে ফুটপাত দখল হয়ে চলেছে,তাই সাধারন মানুষের হাঁটাচলার স্বার্থে ফুটপাত দখলমুক্ত করার জন্য মেদিনীপুর পুরসভার এই কড়া পদক্ষেপ।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in