
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
হাসপাতাল এবং হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান দিতে এবার রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর জর্জ কোর্টের বার অ্যাসোসিয়েশনের।দিনের শেষে প্রায় ১৬০ জন স্বেচ্ছায় রক্তদান করলেন এই শিবিরে।রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন ডিস্ট্রিক্ট জার্জ, এলাকার বিধায়ক,জেলা স্বাস্থ্য আধিকারিক সহ বিশিষ্টজনেরা।

একদিকে চলছে গ্রীষ্মের দাবদাহ অন্যদিকে গ্রীষ্মকাল পড়তে রক্তের সংকট অব্যাহত ব্লাড ব্যাংকগুলিতে।এই অবস্থায় বিভিন্ন সংঘ,সংগঠন,ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন তারা রক্তদানের শিবিরের আয়োজন করছে।এই সময়ে রক্তদান শিবিরে আয়োজন করছেন খোদ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও।এবার এই মুমূর্ষ রোগীর রক্তের সংকটে রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর জর্জ কোর্টের বার অ্যাসোসিয়েশন।এদিন এক শিবিরের মধ্য দিয়ে প্রায় ১৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিলেন।এই শিবির ঘিরে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা।এই শিবিরে উপস্থিত হয়েছিল মেদিনীপুরের জর্জকোর্টের ডিস্ট্রিক্ট জর্জ সঞ্জয় দাস,CJM তনুশ্রী দত্ত,জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গী,বিধায়ক সুজয় হাজরা,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি,পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্ট জনেরা।

এছাড়াও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন এসোসিয়েশন সভাপতি অলোক মন্ডল, সম্পাদক মৃণাল চৌধুরী,অরূপ ভার্মা,বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা।এছাড়া মূল ভূমিকায় এবং সহযোগিতায় দেখা গেছে দেবী দাস মহাপাত্র,বানীকান্ত ভট্টাচার্য, দাশরথি নন্দ,অশোক পাল,ইন্দু দাস,তীর্থঙ্কর ভকত সহ অন্যান্যদের।এই ধরনের উদ্যোগকে সকলে ভুয়সী প্রশংসা করেন এই দিন।