Buddha Purnima:2569 তম বুদ্ধ পূর্ণিমা পালন পশ্চিম মেদিনীপুর জেলা বৌদ্ধ সমিতির!সারাদিন ব্যাপী রইল নানান ধরনের অনুষ্ঠান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরের বৌদ্ধ সমিতির।সারাদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে মাতলেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন।এই পুজো পার্বণের মধ্য দিয়ে বিশ্ব শান্তির বার্তা এই বৌদ্ধ মানুষজনের। ছিল পুজোর অনুষ্ঠান,কম্পিটিশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সেই সঙ্গে অন্নকূট বিতরণ।

“বুদ্ধ শরণং গচ্ছামি”এই আপ্ত বাক্য দিয়েই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সারাদিন ব্যাপি অনুষ্ঠান পালন করলো, পশ্চিম মেদিনীপুর জেলা বৌদ্ধ সমিতি।যা নিয়ে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভক্তদের মধ্যে।মূলত এদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে মেদিনীপুর শহরের দেশবন্ধু নগর তাম্রলিপ্ত বুদ্ধ বিহারে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা বৌদ্ধ সমিতির লোকজন। প্রথমে পুজো পার্বণ মোমবাতি জ্বালিয়ে স্মরণ।এরপর বসে ধ্যানের আসর।দুপুই বিকেল নাগাদ কম্পিটিশনের পুরস্কার বিতরণী এরপর বস্ত্র বিতরণ ও নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়।যা নিয়ে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে বৌদ্ধ সমিতির মানুষজনের মধ্যে।এদিন এক এরকমই ছবি দেখা গেল মেদিনীপুর শহরে।

যদিও এই নিয়ে উদ্যোক্তারা বলেন বহু পুরানো এই মন্দির।এক সময় অন্য জায়গায় পুজো হতো কিন্তু আস্তে আস্তে আমরা এই মেদিনীপুর শহরেই পুজো শুরু করেছি।আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বুদ্ধ পূর্ণিমা আমরা পালন করলাম।আমরা চাই হানাহানি বন্ধ হয়ে মানুষ যাতে শান্তির পথে শান্তির বার্তা নিয়ে আসে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in