
মেদিনীপুর 22 সে ডিসেম্বর:
দেশ বিদেশের অভিজ্ঞ ২৯ জন অভিজ্ঞ গণিতজ্ঞ দ্বারা শুরু হল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এলজেব্রা অ্যানালিসিস, ডায়নামিক্স অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস (ICAADA-II)।প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।উদ্বোধন করেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়,পশ্চিমবঙ্গের উপাচার্য প্রফেসর সৌরাংশু মুখোপাধ্যায়। এই সম্মেলন চলবে তিন দিনব্যাপী।

মেদিনীপুর কলেজের গণিত বিভাগের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হল তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন, “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এলজেব্রা অ্যানালিসিস, ডায়নামিক্স অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস”(ICAADA-II)।মূলত গণিত বিভাগের শতবর্ষে পদার্পণের প্রাক্কালে এই বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল এই কনফারেন্সের প্রথম পর্ব।এবারের পর্বে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের মোট ২৯ জন খ্যাতিসম্পন্ন গণিতজ্ঞ এই আলোচনা সভায় অংশ নিচ্ছেন।এইদিন কলেজের বিবেকানন্দ হলে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলন সেই সঙ্গে প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়,পশ্চিমবঙ্গের উপাচার্য প্রফেসর সৌরাংশু মুখোপাধ্যায়।প্রসঙ্গত, এইদিন ছিল রামানুজনের জন্মদিন।

২০১২ সাল থেকে রামানুজনের জন্মদিনটিকে ন্যাশনাল ম্যাথেমেটিক্স ডে হিসেবে ভারত সরকার উদযাপন করে আসছে। মেদিনীপুর কলেজের গণিত বিভাগের সম্মেলন এইদিন থেকে শুরু হওয়া তাই তাৎপর্যপূর্ণ।কলেজের অধ্যক্ষ ডঃ অসিত পন্ডা তাঁর স্বাগত ভাষণে গণিত বিভাগের ঐতিহ্যর কথা তুলে ধরেন। তিনি জানান এই সম্মেলনের মূল লক্ষ্য দেশের তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় উৎসাহিত করা এবং গাণিতিক বিজ্ঞানে ভারতের অবদানকে বিশ্বদরবারে তুলে ধরা। গণিত বিভাগের ঐতিহ্যর কথা উঠে আসে উদ্বোধক উপাচার্য প্রফেসর সৌরাংশু মুখোপাধ্যায় এর বক্তব্যেও।বিজ্ঞানের সমস্ত শাখা যে গণিতের কাছে ঋণী তাও ফুটে ওঠে তাঁর কথায়।গণিত বিভাগের প্রধান ডঃ হিমাদ্রী শেখর মণ্ডল কনফারেন্সের বিষয়ে সবাইকে জানান।

উপস্থিত ছিলেন কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ডঃ তনুশ্রী পাল, কলেজের ইন্টারন্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের কো-অর্ডিনেটর ডঃ গৌতম ঘোষ, কলেজের প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক ডঃ সুব্রত গিরি, কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সত্যরঞ্জন ঘোষ, কলেজের সেমিনার কমিটির আহ্বায়ক ডঃ মণিশ্রী মণ্ডল এবং গণিত বিভাগের স্নাতোকোত্তর শাখার কো-অর্ডিনেটর ডঃ বিজন কুমার দাস।ধন্যবাদ জ্ঞপন করেন কনফারেন্সের কনভেনর ডঃ মণি মোহন মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সৈকত সরকার।
কনফারেন্সের সূচক ভাষণ দেন প্রফেসর মনোরঞ্জন মাইতি, সমকালীন গণিতচর্চার নানা দিক বিশেষত অ্যালজেব্রা, অ্যানালিসিস ও ডায়নামিকস নিয়ে সমৃদ্ধ আলোচনায় তিনি সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন।সম্মেলনের বাকি প্রবন্ধ উপস্থাপন ও প্রযুক্তিগত অধিবেশনগুলো চলবে কলেজের সেমিনার হলে।

গবেষক ও শিক্ষার্থীদের মিলিত অংশগ্রহণে নানা নতুন ভাবনা, তত্ত্ব ও প্রয়োগসম্ভাবনা উঠে আসবে বলে আয়োজকদের আশা।আজ ও আগামীকাল—দুই সন্ধ্যাতেই কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।পরিবেশিত হবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন সম্মেলনের আবহকে আরও সমৃদ্ধ করবে। শহরের বৌদ্ধিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন আয়োজন বড় প্রাপ্তি। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রত্যাশা, তিন দিনের এই সম্মেলন আধুনিক গণিতচর্চায় নতুন সংযোগ ও সহযোগিতার দরজা খুলে দেবে।