
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিশ্বকবির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দিল সঙ্গত বাজার দুর্বার নাগরিক সমিতি ও বিপ্লবী অ্যাথলেটিক ক্লাব।পাশাপাশি হাসপাতালের ব্লাড ব্যাংকে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন।যে শিবিরে ১২ জন মহিলা সহ রক্ত দিল মোট ৪৬ জন রক্ত দাতা।

শুক্রবার ছিল পঁচিশে বৈশাখ।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী।মূলত এদিন বিভিন্ন ক্লাব-সংঘ সংগঠন,স্কুল কলেজের পাশাপাশি সঙ্গত বাজার দুর্বার নাগরিক সমিতি ও বিপ্লবী অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলিতে কবি প্রণাম ও একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের।এদিন প্রথমেই অনুষ্ঠানের শুরুতে পেহেলগাঁওতে পর্যটকদের উপর হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা সেইসঙ্গে ভারতীয় সেনার পাল্টা জবাবকে কুর্নিশ জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সূচনা পূর্বে কবিগুরুর পায়ে প্রণাম জানান বিশিষ্ট অতিথিবৃন্দ সহ ক্লাবের সদস্য সদস্যরা। এরপর নানা ধরনের অনুষ্ঠানে মেতে ওঠে কচিকাঁচা সহ রবীন্দ্র অনুরাগীরা। যদিও এদিন সকালে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে এই দিন ১২ জন মহিলা সহ ৪৬ জন রক্তাদাতা রক্তদান করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকা সম্পাদক নিশীথ দাস,অসীম ধর,পাপাই খান,হিমাদ্রী খান সহ অন্যান্যরা।যদিও সন্ধ্যায় এই কবি প্রণামে উপস্থিত ছিলেন ডঃ মহাদেব মাইতি,অর্পিতা পালধী,বিধায়ক অজিত মাইতি,রানু খাঁন, সানি মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন দুর্বার নাগরিক সমিতির পক্ষ থেকে সভানেত্রী কাকলি মন্ডল,নুপুর দাস,মাম্পি নায়েক,আরতি কর সিংহ,রিতু কর্মকার,মন্দিরা রায় সুতপা দাস,চন্দ্রা দাস,সরস্বতী চৌধুরী,চুমকি কর সিংহ সহ অন্যান্যরা।

এইদিন সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী আয়ানাথ দে।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকলি মন্ডল,সঞ্চালনা চুমকি কর সিংহ।