
মেদিনীপুর 8 ই জানুয়ারি:
ডিজিটাল মার্কেটিং এর উপর এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। এই দিন জেলা পরিষদের ক্ষুদিরাম শহীদ পরিকল্পনা ভবনে এই সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ভারতীয় ব্যুরো এবং কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায়, দুর্গাপুরের শাখা এমএসএমই ডিএফও।

মেদিনীপুর শহরের শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে, ভারতীয় ব্যুরো এবং কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায়, দুর্গাপুরের শাখা এমএসএমই ডিএফও কর্তৃক অনুষ্ঠিত হলো রপ্তানি প্রচার এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক একদিনের জাতীয় সেমিনার।এই রপ্তানি প্রচার এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক জাতীয় সেমিনারগুলি বাজার অ্যাক্সেস, নীতি আপডেট এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা মূলক তার কৌশল সহ ব্যবসার (বিশেষ করে এমএসএমই) ক্ষমতায়নের উপর আলোকপাত করে,ডিজিটাল সরঞ্জাম (ই-কমার্স), প্রযুক্তি গ্রহণ, ব্র্যান্ডিং/প্যাকেজিং, লজিস্টিকস এবং রপ্তানি প্রচার মিশনের মতো নতুন সরকারি প্রকল্প গুলিকে কাজে লাগানোর উপর জোর দেয়,যার মূল বিষয়বস্তু হল বাজার বৈচিত্র্য,উদ্ভাবন, সম্মতি এবং বিশ্ব বাণিজ্যে টেকসই বৃদ্ধির জন্য পদ্ধতি সরলীকরণ।

সরকারি ই-মার্কেট প্লেসে সরকারি বিভাগের বিভিন্ন ক্ষেত্রে পণ্য বিক্রির সুযোগ এবং সুযোগ রয়েছে। এই দিন এই সেমিনারে উপস্থিত হয়েছিলেন MSME DFO অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর IEDS তাপস রায়,IITF রক্তিম মিত্র,CAPEXIL প্রিয়াঙ্কা তরফদার,GEM অভিষেক নায়েক,DCCI সেক্রেটারি চন্দন রায়,জাতীয় SC-ST হাব ম্যানেজার বিজয় রুদ্র পাল,BIS ডিরেক্টর সব্যসাচী ধর,কর্মধাক্ষ চন্দন কুমার সাহা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি,জেলা পরিষদের প্রতিভা রানী মাইতি,BIS এর ডেপুটি ডিরেক্টর জেনারেল পূর্বের মীনাক্ষী ঘনশ্যান,MSME DFO assistant ডিরেক্টর দেবাশীষ বর্মন।

এছাড়াও ছিলেন পোস্ট অফিস থেকে রাজেন্দ্রনাথ গিরি, এস বি আই ব্যাংক থেকে আশুতোষ মহাপাত্র, সুদীপ পাল,রামমোহন ব্যানার্জি।অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন এডি বর্মন।