
মেদিনীপুর 4 ঠা নভেম্বর:
সংস্থার দশম বর্ষপূর্তি হিসেবে দুমাস ব্যাপী স্বাস্থ্য পরিসেবা মেদিনীপুরের নবোদয় ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এন্ড পলি ক্লিনিকের। এই দু মাস ধরে থাকছে বিনামূল্যে কিছু কিছু রক্তের রিপোর্ট পরীক্ষা,বিনামূল্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি টেস্ট,নিউমোনিয়া ভ্যাকসিন শিবির সেই সঙ্গে সবচেয়ে বড় সুবিধা থাকছে পারিবারিক স্বাস্থ্য পরিচয় পত্র প্রদান। বিশিষ্ট অতিথি সমন্বয়ে এই বর্ষপূর্তি উদযাপন।

গুটি গুটি পায়ে মেদিনীপুর শহরে নবোদয় ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যান্ড পলিক্লিনিকের দশম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো সাড়ম্বরে।এইদিন এই বর্ষপূর্তি উপলক্ষে দু মাস ব্যাপী জনসেবা ও জনস্বাস্থ্য পরিষেবা মূলক কর্মসূচি সূচনা হয়।আর তাতে উপকৃত হবে শহর জেলার কয়েক হাজার মানুষ।প্রথমে এদিন সকালবেলায় সংস্থার পতাকা উত্তোলন,প্রদীপ প্রজ্জ্বলন,এর পরই বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়।বিনামূল্যে রক্তের সুগার হিমোগ্লোবিন ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।মূলত এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু দে,বিশিষ্ট গবেষক মধুপ দে সহ বিশিষ্ট অতিথিরা।এদিন সারাদিনব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি এই দু মাস বিনামূল্যে কিছু কিছু রক্তের রিপোর্ট পরীক্ষা,বিনামূল্যে বি এমডি এন্ড ডায়াবেটিক নিউরোপ্যাথি টেস্ট, নিউমোনিয়া ভ্যাকসিন শিবির,বয়সন্ধিকালে সমস্যায় পিতা মাতার ভূমিকা সম্পর্কে আলোচনা,

পারিবারিক স্বাস্থ্য পরিচয় পত্র(Family Health Card ) প্রদান,স্বল্প মূল্যে নিজের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেওয়া সঙ্গে ভিন্ন ভিন্ন রোগের চিকিৎসকদের স্বাস্থ্য শিবির। প্রায় দু’মাসবাপী এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা এই প্রথম জেলায়।এরই সঙ্গে ফ্যামিলি হেলথ কার্ড প্রদান যা প্রাইভেট সংস্থার ক্ষেত্রে এই প্রথম জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন কর্মকর্তা নবকুমার কুলভী সহ সেন্টারের সকল সদস্য ও আধিকারিকগণ।

এই বিষয়ে সেন্টারের কর্মকর্তা নবকুমার কুলভি বলেন,”প্রতিবছরের মত এ বছরও জনসেবা ও জনস্বাস্থ্য সচেতনতা সেইসঙ্গে স্বাস্থ্য শিবিরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।প্রায় দুমাস ব্যাপী এই স্বাস্থ্য শিবির চলবে এই সেন্টারে।যেখানে বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা তার চিকিৎসা করবেন।সেই সঙ্গে আমরা বেসরকারি সেন্টার হিসেবে এই প্রথম পারিবারিক স্বাস্থ্য পরিচয়পত্র ফ্যামিলি হেলথ আইডি কার্ড প্রদান করছি,একটা কার্ডের বিনিময়ে একটা পরিবারের সকলে চিকিৎসা করাতে পারবে।