
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ষষ্ঠ বর্ষ সারা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা।উদ্যোক্তা স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতি।এই প্রতিযোগিতা ক,খ,গ,ঘ,ঙ বিভাগে ভাগ করে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।এই দিনের সমগ্র অনুষ্ঠানটি তত্বাবধান করেন পশ্চিমাঞ্চলের সম্পাদক পূর্ণেন্দু জানা।

স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতির পশ্চিমাঞ্চলের উদ্যোগে মেদিনীপুর শহরের বিশিষ্ট মানুষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো সারা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা।মূলত তৃতীয় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা ক,খ,গ,ঘ,ঙ বিভাগে ভাগ করে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত, জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদে অনুষ্ঠিত হয়।তবে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ষষ্ঠ বর্ষ সারা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা মেদিনীপুর শহর ছাড়িয়ে অন্যান্য জেলা থেকেও ছাত্র, ছাত্রীরা অংশ গ্রহণ করে। এই দিন অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় উপদেষ্টা চঞ্চল মাসান্ত।সেই সঙ্গে হকির জাদুকর ধ্যানচাঁদের স্টাচুতে মাল্য দান করেন কেন্দ্রীয় প্রতিনিধি টুম্পা মল্লিক, বিদ্যাসাগর ও স্বপন বুড়োর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হরিহর ভৌমিক, পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা শুভাশিস দাস বর্মন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সনাতন শীট ও সদস্যা প্রিয়াংকা গাঁতাইত।

এই দিনের সমগ্র অনুষ্ঠানটি তত্বাবধান করেন পশ্চিমাঞ্চলের সম্পাদক পূর্ণেন্দু জানা।