Nrittanggana Academy:বলিউড গান নৃত্য না,ভারতীয় নৃত্য-ই শেষ কথা বার্তা দিয়ে নৃত্যাঙ্গনা ডান্স একা ডেমীর তৃতীয় বার্ষিক অনুষ্ঠান!বিশেষ আকর্ষণ শ্যামা ও চন্ডালিকা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্যশিল্পী অন্বেষা সাহা সিংহের নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঙ্গনা ডান্স একাডেমীর তৃতীয় বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান।নটরাজের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিষ্ঠানের কচিকাঁচারা অংশ নিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে।

এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এম এস এম ই দপ্তরের সহ অধিকর্তা বরুণ দত্ত,সংগীত শিল্পী জয়ন্ত সাহা,সাহিত্যিক বিদ্যুৎ পাল,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, কাউন্সিলের বিপ্লব বসু,কাউন্সিলর অর্পিতা নায়েক, প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক,নৃত্যশিল্পী রাজ নারায়ণ দত্ত,শ্রাবনী দত্ত,সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া,সময় বাংলার জয়ন্ত মন্ডল,চিত্রশিল্পী নরসিংহ দাস,শিক্ষক মণিকাঞ্চন রায়,শিক্ষিকা গৌরী প্রতিবার, সমাজসেবী অরুন প্রতিহার,বাচিক শিল্পী শুভদীপ বসু,অংশুমান দাশগুপ্ত, ইন্দ্রানী দাশগুপ্ত,আলোকচিত্রী সাত্যকি দাস মহাপাত্র,সাংবাদিক সুনীল দাস সহ মেদিনীপুর শহরের সাংস্কৃতিক জগতের ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা।ছিলেন মেদিনীপুর ডান্সার্স ফোরামের নৃত্যশিল্পীরা।

ছিলেন মেদিনীপুরের বিশিষ্ট বাচিক ও সঙ্গীত শিল্পীরা।অনুষ্ঠানে সংস্থার ছাত্র-ছাত্রীরা শাস্ত্রীয় নৃত্য,রবীন্দ্র নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।বিশেষ আকর্ষণ ছিল শ্যামা ও চন্ডালিকা।শ্রাস্ত্রীয় নৃত্য হিসেবে উপস্থাপিত হয় শ্লোকাঞ্জলি,আঙ্গিকম ভুবনম, দশাবতারম,চন্দ্রচূড় শিব শংকর পার্বতী,মরুগাম কৌতুভম প্রভৃতি নৃত্য গুলি।অতিথি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সৃজন ভূমির শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায় ও ত্রিপর্ণা ভট্টাচার্য।গোটা অনুষ্ঠানটি উপস্থিত সকলের মন জয় করে নেয়।

সংস্থার কর্ণধার অন্বেষা সাহা সিংহ বলেন,তাঁরা তাঁদের অনুষ্ঠানে ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলীকে দর্শকদের সামনে উপস্থাপিত করা চেষ্টা করেছেন।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in