Blood Bank: হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির পোস্টাল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন ফেডারেশনের

Share

মেদিনীপুর 6 ই নভেম্বর:

এবার মানবিক হলো মেদিনীপুর শহরের পোস্ট অফিসের পোস্টাল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন ও পোস্টাল এমপ্লয়ীজ ফেডারেশনের সদস্যরা।এগিয়ে এলো পুরুষ মহিলা মিলিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের।সর্বশেষ মত এই শিবিরে প্রায় ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন, তাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল এবং মেদিনীপুর বিভাগের বিভাগীয় সুপারিনটেনডেন্ট গুড়িয়া কুমারী,সার্কেল সেক্রেটারি স্বর্ণেন্দু চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজ সেবী জয়ন্ত কুমার সাহা সহ বিশিষ্টজনেরা।

মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সাহায্যের জন্য এগিয়ে এলো মেদিনীপুরের পোস্ট অফিস পোস্টাল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন ও পোস্টাল এমপ্লয়ীজ ফেডারেশন। এইদিন এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পোস্ট অফিস পোস্টাল এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন ও পোস্টাল এমপ্লয়ীজ ফেডারেশন
মেদিনীপুর বিভাগের উদ্যোগে মেদিনীপুরের স্মৃতি বিজড়িত বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো বিশাল রক্তদান শিবির ও ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির।এই শিবিরে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল এবং মেদিনীপুর বিভাগের বিভাগীয় সুপারিনটেনডেন্ট গুড়িয়া কুমারী,সার্কেল সেক্রেটারি স্বর্ণেন্দু চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজ সেবী জয়ন্ত কুমার সাহা।

এদিন মহিলা এবং পুরুষ রক্তদাতা মিলিয়ে প্রায় ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এই শিবিরে। এই রক্তদাতাদের ফুল দিয়ে উৎসাহিত করেন এই ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রথম বছর এই রক্তদান শিবিরে রক্ত দিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবিরে আলোচনা হয় এই পোস্টাল এজেন্টদের বিভিন্ন সমস্যা দাবি দাওয়া এবং সমস্যা সংক্রান্ত ব্যাপারে। যদিও শেষ পর্যন্ত তাদের দাবি-দাওয়া নিয়ে আশ্বাস দেন পোস্ট অফিসের অধিকর্তারা।সারাদিন ব্যাপী নানা বিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই শিবির।

এই শিবির ও অনুষ্ঠান শেষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল বলেন,”এই ধরনের মানবিক উদ্যোগে আমরা যথেষ্টই খুশি।তাছাড়া পোস্টাল এজেন্ট দের বিভিন্ন সমস্যা রয়েছে,রয়েছে বেশ কিছু দাবি দাওয়া ।সেগুলোও আমরা আলোচনা করছি এবং যাতে দ্রুত সমাধান করা যায় তার আবেদনের জানাবো উপর মহলে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in